১৪ আগস্ট হঠাৎ নাম অপ্রকাশিত রেখে এক নির্মাতার বিরুদ্ধে একাধিক অভিযোগ দাঁড় করিয়েছেন উপস্থাপিকা ও অভিনেত্রী এলিনা শাম্মী।
বুধবার (১৪ আগস্ট) রাতে নিজের ব্যক্তিগত সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে শাম্মী লিখেছেন, ‘একজন চাটুকার ডিরেক্টর, সাবেক সরকারের আমলে দালালি, চাটুকারিতা, তোষামোদি করে টিকে থেকেছে। শিল্পীদের দিয়ে কাজ করিয়ে পারিশ্রমিক দেয়নি, দুই-চারজন প্রধান চরিত্র ছাড়া বাকিরা আর কোনোদিন তার কাছ থেকে পারিশ্রমিক আদায় করতে পারেনি। কথার ফুলঝুরি ছড়িয়েছে সবসময়। চাপাবাজিতে সে বদ্ধপরিকর। এখন আবার সুযোগ বুঝে চাটুকারি আর তোষামোদি শুরু করেছে। প্রতিদিন নীতিবাক্য পোস্ট করছে অবলীলায়। লজ্জা শরমের বালাই নাই, একজন নীতিহীন, ঠগবাজ, ধান্দাবাজ মানুষ যে শিল্পীর যথাযথ সম্মান দেয় না, প্রাপ্য পারিশ্রমিক দেয় না তার ওয়ালে এসব নীতিবাক্য দেখলে সত্যিই গা জ্বালা করে।’
এরপর সেই নির্মাতার উদ্দেশে অভিনেত্রী লেখেন, ‘এত চেহারা পাল্টে কি হবে? চেহারা পাল্টে অন্যায় করে কেউ ছাড় পায়নি এ পর্যন্ত, আপনিও পাবেন না। তাই এসব নটাংকি বাদ দেন। নিজেকে পারলে শুধরান, নয়তো চুপ থাকেন। আপনাকে মানুষ চেনে, এসব নীতিবাক্য দিয়ে একজন হাসির পাত্র সাজছেন।’
কমেন্টে এলিনা শাম্মীকে একজন প্রশ্ন করেন, নাম বলার সাহস না থাকলে এইসব পোস্ট করার মানে কি? তার প্রতি উত্তরে উপস্থাপিকা শাম্মী জানিয়েছেন সেই নির্মাতার সামনেই একটা সিনেমা রিলিজ হবে, সেই সিনেমার ক্ষতি না করার জন্য নাম অপ্রকাশিত রেখেছেন তিনি।
প্রসঙ্গত, গুণী নির্মাতা শাহ আলম কিরণের ‘একাত্তরের মা জননী’র মধ্য দিয়ে সিনেমায় পা রাখেন এলিনা শাম্মী। এরপর ধারাবাহিকভাবে কাজ করেছেন নাটক ও সিনেমায়। সবশেষ তাকে দেখা গেছে বন্ধন বিশ্বাসের ‘ছায়াবৃক্ষ’ সিনেমায়।