যুক্তরাষ্ট্রের ইন্টারন্যাশনাল একাডেমি অব টেলিভিশন আর্টস এন্ড সায়েন্সেস আয়োজিত ৫২তম আন্তর্জাতিক এমি অ্যাওয়ার্ডসের জুরি সদস্য হিসেবে আমন্ত্রণ পেয়েছেন বাংলাদেশের নির্মাতা আশরাফ শিশির। বিষয়টি নিশ্চিত করেছেন নির্মাতা নিজেই।
গণমাধ্যমের সাথে কথা সাক্ষাৎকালে নির্মাতা জানিয়েছেন, ‘আন্তর্জাতিক এমি অ্যাওয়ার্ডস টেলিভিশন ইন্ডাস্ট্রিতে বিশ্বের সর্বোচ্চ পুরস্কার হিসেবে স্বীকৃত। এমন একটা ইভেন্টে জুরি সদস্য হিসেবে আমন্ত্রিত হওয়া আমি মনে করি, সেটা শুধু আমার একার জন্য সম্মানজনক নয়, এটা দেশের জন্যেও গর্বের।’
উল্লেখ্য, আশরাফ শিশির সিনেমা নির্মাণের পাশাপাশি যুক্তরাষ্ট্র, কানাডা, গ্রিস, ডেনমার্ক, জার্মানি, ভারত, পাকিস্তান, জর্ডান, মরক্কো, তিউনিসিয়া ও ইরানের প্রায় ৩৫টিরও বেশি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জুরি সদস্য হিসেবে কাজ করছেন।