২৮তম বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পর এবার চীনের সাংহাই চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে নির্মাতা ইকবাল হোসাইন চৌধুরীর সিনেমা ‘বলী’।
১৪ জুন শুরু হয়ে আগামী ২৩ জুন পর্যন্ত চলবে ২৬ তম সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। সেখানে ১৮ জুন ‘বলী’র প্রদর্শনী শেষে সাংহাই থেকে ইকবাল হোসাইন চৌধুরী জানিয়েছেন, ‘চীনের দর্শকেরা ‘বলী’ সিনেমাকে কীভাবে নেন, সেটাই দেখার আগ্রহ ছিল। দর্শকেরা খুব আগ্রহ নিয়ে আমাদের সিনেমা দেখেছেন। চট্টগ্রামের ঐতিহ্যবাহী বলী খেলার নিয়মকানুন এবং মাহী সাওয়ারদের কাহিনিতে তাঁরা মুগ্ধতা দেখিয়েছেন। বিচিত্র ও গভীর সব প্রশ্ন করেছেন।’
সাংহাইয়ে মোট তিনটি প্রদর্শনী হয়েছে এশিয়ার সবচেয়ে মর্যাদাপূর্ণ বুসান চলচিত্র উৎসবের প্রধান পুরস্কার জিতে নেওয়া ‘বলী’ সিনেমার।
২০২০-২১ অর্থবছরে সরকারি অনুদানের ছবি ‘বলী’ (দ্য রেসলার)। ছবিটির প্রযোজক পিপলু আর খান। সহ–প্রযোজক হিসেবে আছেন সাইফুল আজিম ও গাউসুল আলম শাওন। প্রধান চরিত্রে অভিনয় করেছেন নাসির উদ্দিন খান।
উল্লেখ্য, বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শনীর পাশাপাশি সেই উৎসবের নিউ কারেন্টস বিভাগে পুরস্কার জিতেছিল ‘বলী’।