সদ্য পদচ্যুত আওয়ামী লীগ সরকারের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আবারও এসেছেন আলোচনায়। তবে এবার রাজনীতির কারণে নয়, চিত্রনায়িকা জাহারা মিতুর লেখিকা হয়ে ওঠার নেপথ্যের গল্প থেকেই তিনি হয়েছেন ভাইরাল।
মিতুর লেখা প্রথম বই প্রকাশিত হয় ২০২৩ সালের অমর একুশে বইমেলায়। সেই সময় অভিনেত্রীর বইটির মোড়ক উন্মোচন করেছিলেন ওবায়দুল কাদের। মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তৎকালীন এই মন্ত্রী প্রসঙ্গে করা এক মন্তব্যই নতুন করে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। অনেক নেটিজেনদেরই দেখা যাচ্ছে নায়িকাকে মেনশন করে নিউজটি পোস্ট করতে।
মূলত ঐ অনুষ্ঠানে মিতু বলেছিলেন, ‘আমার প্রথম চলচ্চিত্রের মহরতে তিনি পাশে ছিলেন, আমার প্রথম কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচনও তার হাত ধরেই। আমার সবচাইতে প্রিয় ব্যক্তিত্ব, আদর্শ, শ্রদ্ধাভাজন তিনি। আমার একজন অভিভাবক। তার হাত ধরেই শত সড়কের পর শত কবিতার উদ্বোধন হয়েছে। আমি চিরকৃতজ্ঞ মন্ত্রী মহোদয়ের কাছে।’
২০২৩ সালের বইমেলার খবরটি নতুন করে আলোচনায় আসায় এই প্রসঙ্গে কথা বলেছেন মিতু। তিনি জানান, ‘আগুন সিনেমায় অভিষেকের দিন প্রথম ভাইয়ার (ওবায়দুল কাদের) সঙ্গে আমার দেখা হয়। সেখানে কেউ একজন তাকে বলেছিল- ভাই, মিতু শুধু নায়িকা না, লেখালেখিও করে। আমি উনাকে বলেছিলাম আমি তার লেখা তিনটি বই পড়েছি। কাদের ভাই বলেছিলেন, লেখালেখি বন্ধ করো না, শিগগিরই বই বের করো। আমাকে জানিও। এরপর যখন আমার বই বের হয়, তখন তার সঙ্গে যোগাযোগ করি এবং অনুরোধ করি আমার বইয়ের মোড়ক উন্মোচন করতে।’
চিত্রনায়িকা যোগ করেন, ‘আমি এখনো বলছি, বই প্রকাশ করার এই ব্যাপারটায় অবশ্যই তিনি আমার অভিভাবকের দায়িত্বই পালন করেছেন, আমাকে অনুপ্রাণিত করেছেন। এটা অস্বীকার করার কোনো দুঃসাহস আমার নেই।’
সবশেষে, সোশ্যাল মিডিয়ায় ট্রল হওয়া প্রসঙ্গে মিতু বলেন, ট্রল করা এখনকার মানুষের স্বভাব। একারণে ট্রলকারীদের কিছু না বলে, চুপ থাকাটাই যুক্তিসঙ্গত মনে হয়েছে তার।