২১ জুলাই মুক্তি পাওয়ার পর থেকে একের পর এক রেকর্ড ভেঙ্গেই চলেছে ‘বার্বি’ সিনেমাটি। আয়ের দিক থেকে ইতিমধ্যে ইতিহাস গড়েছে অনেক। এবার আরও একটি সাফল্যের পালক যুক্ত হল।
ওয়ার্নার ব্রাদার্সের ইতিহাসে একশো বছরের সর্বোচ্চ আয়ের সিনেমা হিসেবে ‘বার্বি’ এখন আছে তালিকার শীর্ষে!
সংশ্লিষ্ট গণমাধ্যমের রিপোর্ট অনুসারে, সিনেমাটি বিশ্বব্যাপী এখন পর্যন্ত মোট আয় করেছে ১ দশমিক ৩৪০ বিলিয়ন ডলার। বাংলাদেশি টাকায় যা দাঁড়ায় ১৪ হাজার ৬৬৩ কোটি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ওয়ার্নার ব্রাদার্স একটি পোস্ট শেয়ার করে লিখেন, “এখন আমাদের সর্বোচ্চ আয়ের সিনেমা হলো ‘বার্বি’। এর আগে ওয়ার্নার ব্রাদার্সের কোনো সিনেমা এতো আয়ের মুখ দেখেনি। সিনেমার সঙ্গে জড়িত সবাইকে অভিনন্দন। এই মাইলফলক ইতিহাস হয়ে থাকবে।”
এই রেকর্ডের তালিকার শীর্ষে এতদিন ছিল ২০১১ সালের ‘হ্যারি পটার’ সিরিজের পার্ট টু সিনেমাটি। যা ১.৩১৫ বিলিয়ন ডলার আয় করে রেকর্ড গড়েছিল। তাছাড়া তাদের রেকর্ডের তালিকায় আছে ‘অ্যাকুয়াম্যান’, ‘দ্য ডার্ক নাইট রাইজেস’, ‘জোকার’ এবং ‘দ্য হবিট’-এর মত ছবিগুলো।
প্রসঙ্গত, ‘বার্বি’ পরিচালনা করেছেন গ্রেটা গারউইগ। যেখানে বার্বি ও কেইন হয়ে মূল চরিত্রে অভিনয় করেছেন মার্গট রবি ও রায়ান গসলিং। সাথে ছিল আরও এক ঝাঁক তারকা। ছবিটি নির্মাণ করতে খরচ হয়েছে ১৪৫ মিলিয়ন ডলার।