বছরের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘তাণ্ডব’ এবার আসছে দীপ্ত প্লে তে। আগামী ১৪ আগস্ট থেকে যে কেউ স্ট্রিম করে দেখতে পারবেন ছবিটি। বড়পর্দায় ব্যাপক সাফল্যের পরও থামেনি তাণ্ডবের সফল যাত্রা, এবার ওটিটির দর্শকদের মন জয় করতে দীপ্ত প্লে তাদের লাইব্রেরিতে যুক্ত করল ‘তাণ্ডব’।এর আগে ছবিটি মুক্তি পেয়েছিল হৈচৈ এবং দেশের আরেকটি শীর্ষস্থানীয় ওটিটি প্ল্যাটফর্মে।
মেগাস্টার শাকিব খান নিজের ফেসবুক পোস্টে লিখেছেন – ” চরকি, হইচই-এর পরে এবার দীপ্ত প্লে-তে তাণ্ডব আসছে!
এই প্রথম কোনো বাংলা সিনেমা তিনটি ভিন্ন ওটিটি প্ল্যাটফর্মে সগৌরবে স্ট্রিমিং হতে যাচ্ছে!এই শো দেখতে ভুলে যেও না।”
কোরবানির ঈদে মুক্তি পাওয়া তাণ্ডব পরিচালনা করেছেন রায়হান রাফী , এই ছবিতে প্রধান চরিত্রে রয়েছেন শাকিব খান। তার সঙ্গে রয়েছেন জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান, সাবিলা নূর, আফজাল হোসেন, শহিদুজ্জামান সেলিমসহ আরও অনেকে। বিশেষ চরিত্রে দেখা যাবে আফরান নিশো ও সিয়াম-কে।
দীপ্ত প্লের যেকোনো প্যাকেজ সাবস্ক্রিপশন করেই উপভোগ করা যাবে এই সুপারহিট সিনেমা ‘তাণ্ডব’