ঢাকাই চলচ্চিত্রের আলোচিত অভিনেতা শাকিব খানের পারিশ্রমিক এখন ধরাছোঁয়ার বাইরে। ‘লিডার আমিই বাংলাদেশ’ চলচ্চিত্রে ৫০ লাখ টাকা পারিশ্রমিক নিয়ে নতুন ধারায় চলে এসেছেন শাকিব খান। ‘বরবাদ’ সিনেমায়ও শাকিবের পারিশ্রমিক ছিল কোটির উপরে।
তবে এবার নতুন মাইফলক তৈরি করতে চলেছেন এই অভিনেতা। আসন্ন ঈদের চলচ্চিত্রে শাকিব খান তিন কোটি টাকা পারিশ্রমিক নিচ্ছেন বলে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে এই কথার কোনো ভিত্তি নেই বলে জানিয়েছেন ছবিটির নির্মাতা আবু হায়াত মাহমুদ।
তিনি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া কথাটিকে ভিত্তিহীন ও গুজব হিসেবে উল্লেখ করছেন।
তবে শাকিব খানের একটি ঘনিষ্ঠ সূত্র বলছে ভিন্ন কথা। সূত্রটি বলছে, শাকিব খান এই সিনেমার জন্য তিন কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন। এরই মধ্যে সাইনিং মানি হিসেবে নগদ নিয়েছেন দুই কোটি টাকা। বাকি টাকা ব্যাংক অ্যাকাউন্ট কিংবা নগদেও পরিশোধ হতে পারে।
তাহলে নির্মাতা কেন গুজব বলছেন? এর উত্তর হলো, কৌশলগত কারণেই পরিচালক এর উত্তর দিতে চাইছেন না।
ঈদে মুক্তির অপেক্ষায় থাকা সিনেমাটির গল্প ও চিত্রনাট্য লিখেছেন মেজবাহ উদ্দিন সুমন, যার সঙ্গে যুক্ত ছিলেন মোহাম্মদ নাজিম উদ্দিন। শোনা যাচ্ছে, ৯০ দশকের ঢাকার শীর্ষসন্ত্রাসী কালা জাহাঙ্গীরকে নিয়ে সত্য ঘটনা অবলম্বনে সিনেমাটি নির্মাণ করতে যাচ্ছেন আবু হায়াত মাহমুদ।
তিনি এক ভিডিও বার্তায় নির্মাতা বলেছেন, ‘বাংলাদেশের প্রত্যেকটা পরিচালকের কাছেই কাঙ্ক্ষিত থাকে যে আমাদের মেগাস্টার শাকিব খানকে নিয়ে সিনেমা করার। আমি মনে করি যে এখন পর্যন্ত আমি অবশ্যই অনেক বেশি লাকি। উনার মতো এত বড় শিল্পীর সঙ্গে আমি আমার প্রথম সিনেমা নিয়ে আসার পথচলা শুরু করেছি। আমার জন্য দোয়া করবেন, আমি যেন কাজটি সুন্দর ভাবে করতে পারি।’
প্রিয়তমা সিনেমার পর থেকে শাকিব চলে গেছেন এক অনন্য উচ্চতায়। ‘রাজকুমার’, ‘তুফান’, ‘বরবাদ’ ও সর্বশেষ ‘তাণ্ডব’ সিনেমায় তার প্রমাণও পেয়েছেন দর্শকেরা।