৪৪তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিজয়ী তরুণ নির্মাতা যুবরাজ শামীমের সিনেমা ‘আদিম’ এবার আসছে ওটিটি প্লাটফর্মে। ২ মে বৃহস্পতিবার রাত আটটায় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পাচ্ছে সিনেমাটি।
ওটিটি-তে সিনেমাটি মুক্তি প্রসঙ্গে যুবরাজ শামীম জানিয়েছেন, ‘সিনেমাটি দেখতে চেয়ে বিভিন্ন সময় যারা নক দিতেন, এ বিষয়ে তাদের আর আশ্বাস দেওয়ার প্রয়োজন পড়বে না। এখন থেকে দেশ-বিদেশের যে কেউ চাইলেই ‘আদিম’ দেখে নিতে পারবেন ওটিটি-তে।’
নির্মাতা আরও বলেন, ‘আদিম’-এর এখন একটা জায়গা হলো। চরকির মতো একটা প্ল্যাটফর্মে সিনেমা থাকবে, এটা আমাদের জন্য ভালো লাগার। বিশ্বের যেকোনো দেশের দর্শক এখন সিনেমাটি দেখার সুযোগ পাবেন। একজন পরিচালক হিসেবে চরকি আমাকে এই সুযোগ দিয়েছে। এর মধ্য দিয়ে বড় সংখ্যায় দর্শকদের আমরা ধরতে পারব। এটা আমাকে আস্থা ও সম্ভাবনার জায়গায় নিয়ে গেছে।’
উল্লেখ্য, টঙ্গীর ব্যাংক মাঠ বস্তির মানুষদের জীবনকে কেন্দ্র করেই এগিয়েছে ‘আদিম’-এর গল্প। সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন বাদশা, দুলাল, সোহাগী, সাদেকসহ আরও অনেকে। সিনেমাটি উৎসর্গ করা হয়েছে প্রয়াত চলচ্চিত্র নির্মাতা রাসেল আহমেদকে।