অভিনয়শিল্পী, উন্নয়নকর্মী রাফিয়াত রশিদ মিথিলা কখন বাংলাদেশে থাকেন আর কখন ভিনদেশে- সেটাই এখন প্রশ্ন।
কখনো তাকে দেখা যায় বাংলাদেশে নিজের নাটককে প্রমোট করতে। কখনো আবার কলকাতার কোনও সেলিব্রেশনে। আবার কখনো আফ্রিকায় শিশুদের সাথে সময় কাটাতে। উল্লেখ্য, মিথিলা কাজের জন্যই আফ্রিকায় উড়ে যান হরহামেশা।
আর কলকাতা তো তার শশুরবাড়ি।
মাত্র কিছুদিনের জন্য দেশে এসেই আবার উড়াল দিচ্ছেন তিনি। এবারের গন্তব্য আফ্রিকা বা কলকাতা নয়। এবারের গন্তব্য আমেরিকা। সেখান থেকে চলে যাবেন আফ্রিকা আবারও কাজের কারণে।
মিথিলা জানালেন নভেম্বরের মাঝামাঝি দেশে এসে কিছুটা হলেও সময় কাটাবেন পরিবারের সাথে।
‘বৈয়াম পাখি’ মিথিলা সম্প্রতি আলোচনায় এসেছেন টানা কয়েকটি কাজের কারণে। জাানালেন পাইপলাইনে আছে আরও কয়েকটি কাজ।