কাশ্মীরের পেহেলগামে জঙ্গি হামলার জের ভারতের সাথে পাকিস্তানের সম্পর্ক নতুনমাত্রার শত্রুতায় রূপ নিয়েছে। বিভেদ নতুন করে জেগে উঠেছে ভারত-পাকিস্তানের শোবিজ অঙ্গনেও। এরইমধ্যে বলিউডের জনপ্রিয় সংগীতশিল্পী আদনান সামির বিরুদ্ধে বয়কটের ডাক দিল ভারতের নেটিজেনরা।
২৭ এপ্রিল রবিবার সন্ধ্যা ৭ টায় পশ্চিমবঙ্গের কলকাতায় মঞ্চ মাতানোর কথা রয়েছে আদনান সামির। কিন্তু টিকিট বুকিং সাইটে গিয়ে দেখা গেল, এই গায়কের কনসার্টে যেতে নারাজ অনেকেই। নেটিজেনদের দাবি, আদনান সামি পাকিস্তানি বংশোদ্ভূত, তাকে বয়কট করা হোক।
বুক মাই শো থেকে জানা যাচ্ছে ২৭ এপ্রিল কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে হওয়ার কথা আদনান সামির কনসার্ট। টিকিট বিক্রি শুরু হয়ে গিয়েছে। তবে সোশ্যাল মিডিয়ায় অনেকেই এমন কনসার্টের তীব্র বিরোধিতা করেছেন। বহু নেটিজেন শোয়ের টিকিট বিক্রির লিঙ্কের নীচে গিয়ে লিখেছেন, ‘বয়কট’ শব্দটা।
একজন লিখেছেন, ‘এই গায়কের শিকড় কি পাকিস্তানে? ভারতের নাগরিকত্ব পেয়েছেন। কিন্তু তার আগের বিষয়টা ভুললে হবে না।
তিনি এখন শহরে কনসার্ট করলে আমরা কেন গান শুনতে যাব?’ আর একজন লিখেছেন, ‘অরিজিত্ সিং আর শ্রেয়া ঘোষাল কনসার্ট বাতিল করেছেন। সেখানে আদনান সামি এমন কনসার্ট করছেন কী করে?’
গত মঙ্গলবার কাশ্মিরের পেহেলগামের হামলা ঘিরে তোলপাড় সারা ভারতবর্ষ। পর্যটকদের ওপর চালানো এলোপাথাড়ি গুলিতে ২৮ জনের প্রাণহানি রয়েছে বলে দাবি গণমাধ্যমের। তারপর শোক প্রকাশ করেন সেদেশের বহু সংগীতশিল্পী। শিল্পীরা নিজের নানা বিনোদনভিত্তিক আয়োজন বাতিল করেছেন। এছাড়াও সংগীতশিল্পী অরিজিত সিং-ও এই ঘটনায় শোক প্রকাশ করে তার চেন্নাইয়ের কনসার্ট বাতিল করেছেন।
এদিকে সামী ছাড়াও বেশ কিছু মুসলমান তারকাদের দিকে সমালোচনা ও বয়কটের আঙ্গুল তুলছে ভারতীয় হিন্দু নেটিজেনরা। সম্প্রতি, পাকিস্তানী অভিনেতা ফাওয়াদ খান, দক্ষিনী অভিনেত্রী ইমান ইসমাইলকেও বয়কট করার সুর তুলেছেন ভারতীয় হিন্দু নেটিজেনরা।