৩ জানুয়ারি রাতে গুরুত্বর অসুস্থ হয়ে আইসিইউতে ভর্তি হয়েছিলেন ছোট পর্দার অভিনেতা মুশফিক আর ফারহান। তবে বর্তমানে শঙ্কামুক্ত রয়েছেন তিনি।
রবিবার (৫ জানুয়ারি) নির্মাতা তৌফিকুল ইসলাম গণমাধ্যমকে জানিয়েছেন, ‘অভিনেতা ফারহানের প্রেশার এখনো কমছে–বাড়ছে। স্ট্যাবল হচ্ছে না। যে কারণে এখনো এইচডিইউতে ভর্তি রয়েছেন। আপাতত শঙ্কামুক্ত। এখন খেতে পারছেন। কথাও বলছেন। প্রেশারের সমস্যার সমাধান হলেই কেবিনে নিয়ে যাওয়া হবে।’
এর আগে নির্মাতা জানিয়েছিলেন, ‘শুক্রবার (৪ জানুয়ারি) রাত সাড়ে ৯টার সময় ঢাকার বাইরে শুটিংয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন অভিনেতা মুশফিক। শুটিংয়ের কস্টিউম গোছগাছ করার মধ্যেই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এই অভিনেতা। দ্রুততার সঙ্গে রাতেই তাকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অভিনেতার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে ভর্তি করা হয়। সেই সময়ে এই অভিনেতার প্রেশার ৫০/৭০-এ নেমে এসেছিল। প্রেশার বাড়ছিল না।’
উল্লেখ্য, মুশফিক আর ফারহান অভিনীত নতুন বছরের নাটক ‘সুইট ফ্যামিলি’ মুক্তির মাত্র তিন দিনেই জায়গা করে নিয়েছে ইউটিউব ট্রেন্ডিংয়ের শীর্ষে।