সালমান খান, শাহরুখ খান ও আমির খান- এ তিনজনকে একসাথে দেখার আগ্রহ দর্শকদের বহুদিনের। এ নিয়ে কিছুটা আশার বাণী পাওয়া গেলো আমির খানের তরফ থেকে। সম্প্রতি, এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, একটা ভালো গল্পের অপেক্ষায় রয়েছেন খানেরা। এ নিয়ে তাদের মধ্যে কথাও হয়েছে, সবাই সম্মতও হয়েছেন।
আমির খানের সাক্ষাৎকার সামনে রেখে ভারতীয় গণমাধ্যমে বলছে —ছয় মাস আগে আমির খান এ বিষয়ে আলোচনা করেছিলেন শাহরুখ ও সালমানের সঙ্গে। তিনি বলেন, ‘ছয় মাস আগে আমি, সালমান ও শাহরুখ দেখা করেছিলাম। তখন আমাদের মধ্যে এ নিয়ে আলোচনা হয়।’
আমির খান বলেন, ‘আমাদের তিনজনের একত্রে অভিনয় করার কথা আমিই প্রস্তাব করেছিলাম প্রথম। শাহরুখ ও সালমানকে বলেছি, ‘আমরা তিনজন একসঙ্গে একটা ছবি না করলে খুব খারাপ হবে। ওরাও আমার সঙ্গে সহমত হয়েছিল।’
তিনি আরও বলেন, ‘আমাদের তিনজনের একসঙ্গে একটা ছবি করা সত্যিই খুব দরকার। আশা করছি এটা বাস্তবায়িত হবে। তবে এর জন্য একটা ভালো গল্পের প্রয়োজন। ভালো চিত্রনাট্য দরকার। সেটারই অপেক্ষায় রয়েছি আমরা।’
বর্তমানে আমির খান যদিও ‘সিতারে জমিন পার’ ছবি নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন। তবু আশা করা যাচ্ছে, ভারতীয় উপমহাদেশের দর্শক এবং পুরো বিশ্ব খুব শীঘ্রই তিন খানকে একত্রে একটি দারুণ সিনেমায় দেখতে পাবে।