ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁর নিজের স্টুডিওতে আসার খবরকে এক সঙ্গীত শিল্পীর আরেক সঙ্গীত শিল্পীর বাসায় যাওয়ার সাথে তুলনা করেছেন রাহুল আনন্দ। ৯ সেপ্টেম্বর গণমাধ্যমে কথাগুলো জানান ‘জলের গান’-এর এ তারকা।
১০ সেপ্টেম্বর রাত ১০ টায় ধানমণ্ডিতে অবস্থিত রাহুল আনন্দের স্টুডিওতে যাওয়ার কথা রয়েছে ফরাসি প্রেসিডেন্টের। ছাত্র থাকাবস্থায় পিয়ানোতে ডিপ্লোমা নেওয়া মাখোঁ নিজেও গিটার বাজান।রাহুল আনন্দ যেরকম বাদ্যযন্ত্র তৈরি করেন তা তিনি দেখার আগ্রহ প্রকাশ করেছেন বলে জানা গেছে।
নিজের স্টুডিও ঘুরে দেখানোর সময় দেশের সংস্কৃতিকে ফরাসি প্রেসিডেন্টের কাছে তুলে ধরার আগ্রহ প্রকাশ করেছেন ‘বকুল ফুল’ খ্যাত গায়ক।
শুধু রাহুল আনন্দই নয়, ফ্রান্স ও বাংলাদেশের মধ্যে সাংস্কৃতিক বিনিময়ের জন্য আধা ঘণ্টার সেই বৈঠকটিতে আশফিকা রহমান, কামরুজ্জামান স্বাধীন ও আফরোজা সারার মত ব্যক্তিত্বরাও উপস্থিত থাকবেন বলে জানা গেছে।
দিল্লিতে জি-২০ শীর্ষ সম্মেলনে অংশ নেওয়ার পর ১০ সেপ্টেম্বর ঢাকায় আসার কথা রয়েছে ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁর । বিমানবন্দরে নামার পর হোটেল ইন্টারকনটিনেন্টালে ডিনারে অংশ নিবেন তিনি। ডিনারের আগে কিংবা পরে ফরাসি প্রেসিডেন্টের বাংলাদেশ শিল্পকলা একাডেমি দ্বারা আয়োজিত শাস্ত্রীয় সংগীত ও নৃত্য উপভোগ করারও খবর পাওয়া গেছে।
১১ সেপ্টেম্বর সকাল আটটায় ধানমন্ডি লেকে হাঁটার পর ধানমণ্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাবেন ফরাসি প্রেসিডেন্ট । প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাতের পরে ১১ সেপ্টেম্বরই ঢাকা ছাড়ার কথা রয়েছে তার ।
ফের মা হচ্ছেন সানা খান
ভক্তদের দারুণ এক সুখবর দিলেন ইসলাম ধর্মের পথে চলার জন্য বলিউড ত্যাগ করা সানা খান। প্রথম সন্তান জন্মের দেড় বছরের…