Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
রবিবার, জুন ২৩, ২০২৪
Your Image

এক মঞ্চে তাহসান-মিথিলা, প্রকাশ্যে ‘বাজি’র ট্রেলার

‘বাজি’ ওয়েব সিরিজের কলাকুশলীরা এক মঞ্চে | ছবি: চরকি

১১ জুন রাজধানীর একটি স্বনামধন্য ক্লাবে সংবাদ সম্মেলনে ছাদের নিচে তাহসান খান, মিম মানতাসা, নাজিয়া হক অর্ষা, রাফিয়াত রশিদ মিথিলা সহ এক ঝাঁক তারকার উপস্থিতিতে প্রকাশিত হয়েছে চরকি অরিজিনাল সিরিজ ‘বাজি’ এর ট্রেলার।

‘বাজি’ সিরিজ দিয়েই ওটিটি-তে অভিষেক হচ্ছে জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান। এই প্রসঙ্গে অভিনেতা জানিয়েছেন, ‘ওটিটিতে আমার প্রথম কাজ, চরকিতেও আমার প্রথম কাজ আর একদম ভিন্নধর্মী গল্পে কাজ করার অভিজ্ঞতা সব মিলিয়ে আমি খুবই এক্সাইটেড, এখন শুধু রিলিজের পর দর্শকদের প্রতিক্রিয়ার অপেক্ষা।’

ওয়েব সিরিজটির নির্মাতা আরিফুর রহমান জানিয়েছেন, ‘যত্ন নিয়ে নিজেদের সবটুকু দিয়েই বানানো হয়েছে ‘বাজি’ অভিনয় শিল্পী থেকে কলাকুশলী সবারই চেষ্টা ছিল দর্শকদের ভিন্ন কিছু দেয়ার, আশা করছি সবার ভালো লাগবে এই সিরিজটি।‘

সিরিজে অভিনয় প্রসঙ্গে রাফিয়াত রশিদ মিথিলা জানিয়েছেন, ‘চরকির সাথে এর আগেও কাজের অভিজ্ঞতা ভালো আর এবার আরও ভালো কিছু হবে, অন্যরকম একটা গল্পে আরিফুর রহমানের পরিচালনায় কাজের অভিজ্ঞতাটাও বেশ ইন্টারেস্টিং।’

চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা রেদওয়ান রনি বলেছেন, ‘চরকি সবসময় দর্শকদের জন্য ভিন্নকিছু করার চেষ্টায় থাকে আর তারই ধারাবাহিকতায় এবার সারা দেশ যখন ক্রিটেটের উন্মাদনায় মেতে আছে সেই সময় ক্রিকেট নিয়ে একটি অসাধারন গল্প নিয়ে চরকি সারা দেশের মানুষের জন্য নিয়ে এলো ‘বাজি’। ক্রিকেটের নানা অজানা গল্প যা মানুষ আগে দেখেনি তা দেখতে পাবে ‘বাজি’ তে, আশা করছি অন্যরকম কিছু একটা দর্শক দেখতে পাবে এই সিরিজের মাধ্যমে।’    

কিছু কারণবসত উপস্থিত থাকতে পারেননি অভিনেতা মনোজ প্রামাণিক।

উল্লেখ্য, সাসপেন্স ড্রামা ঘরানার এই সিরিজে অভিনয় করেছেন জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান, মিম মানতাসা, মনোজ প্রামাণিক, নাজিয়া হক অর্ষা, শাহাদাৎ হোসেন, পার্থ শেখ, তাসনুভা তিশা, আবরার আতহার, রাফিয়াত রশিদ মিথিলাসহ আরও অনেকে।

Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

৩০ বছরেও যারা অবিবাহিত তাদের উদ্দেশ্যে হঠাৎ কি বললেন মেহজাবীন?

ঈদ আয়োজনে ভিন্নভাবে আলোচনায় উঠে এলেন দেশের জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। ২১ জুন, শুক্রবার মন ভাঙার…
0
Share