গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার এক দফা দাবির মুখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়েন। সেই ঘটনার পরপরই অনেক মন্ত্রী ও সংসদ সদস্যও দেশ ত্যাগ করেন। একদিনের মধ্যে ভেঙে দেওয়া হয় জাতীয় সংসদ। আওয়ামী লীগ-সমর্থিত বহু তারকাও তখন গা ঢাকা দেন কিংবা বিদেশে চলে যান। সেই তালিকায় ছিলেন চিত্রনায়ক ফেরদৌস আহমেদও। অবশেষে এক বছর পর খুঁজে পাওয়া গেল ফেরদৌসকে।
ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক ফেরদৌস আহমেদ প্রথমবারের মতো আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে ঢাকা-১০ আসন থেকে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তবে সংসদ সদস্য হিসেবে তার যাত্রা দীর্ঘ হয়নি। নির্বাচনের এক বছরেরও কম সময়ের মধ্যেই পরিস্থিতি পাল্টে যায়।
সরকার পতনের পর থেকেই দীর্ঘদিন দেখা যায়নি অভিনেতা ও সাবেক সাংসদ ফেরদৌস আহমেদকে। প্রায় এক বছর ধরেই তাকে খুঁজছেন দেশের দর্শক ও তার ভক্তরা। অবশেষে খুঁজে পাওয়া গেল ফেরদৌসকে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে তাকে দেখা গিয়েছে। ভিডিওতে তাকে একাই দেখা যায়নি বরং সাথে ছিলো আরো দুই তারকা। নিউইয়র্কে অবস্থান করছিলেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত এবং বাংলাদেশের নায়িকা মৌসুমী আর তাদের দুইজনের সাথেই ছিলেন ফেরদৌস। হাসি হাসি আড্ডায় মেতে ছিলেন তিন তারকা।
সাম্প্রতিক সময়ে ছড়িয়ে সেই ভিডিওতে ফেরদৌস জানান, এই প্রথমবার তারা একসঙ্গে নিউইয়র্কে গিয়েছেন। তার ভাষায়, ‘এই দুই মহান নায়িকা সম্পর্কে আলাদা করে কিছু বলার নেই। আমরা অনেক সিনেমায় একসঙ্গে কাজ করেছি। তবে তিনজন একসঙ্গে কেবল একটি ছবিতেই অভিনয় করেছি।’
ভিডিওতে তিন তারকাকেই খোশ মেজাজে দেখা গেছে। এ সময় মৌসুমী বলেন, ‘অনেকবার চেষ্টা করেছি তিনজন একসঙ্গে হওয়ার জন্য, কিন্তু কখনোই সম্ভব হয়নি।‘