জনপ্রিয় প্রসাধনী ব্র্যান্ড লাক্সের মডেল হয়েছেন উপমহাদেশের অনেক বিখ্যাত নায়িকা। ১৯৭২ সালে ব্র্যান্ডটির জন্য প্রথমবার শুভেচ্ছাদূত হয়েছিলেন রেখা ও ১৯৮৭ সালে প্রসাধনী কোম্পানিটির জন্য মডেল হন সুবর্ণা মোস্তফা । কিছুদিন ধরেই লাক্সের এই দুই তারকার এক ফ্রেমে বন্দী হওয়ার একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোড়ন তোলে। ছবিটি ১৯৮৩ সালে তাশখন্দের একটি চলচ্চিত্র উৎসব থেকে তোলা হয়।
সিলভার প্লে-বাটন অর্জন করলো চিত্রালীর ইউটিউব চ্যানেল
দেশের অন্যতম জনপ্রিয় বিনোদন সংবাদমাধ্যম চিত্রালীর ইউটিউব চ্যানেল ‘চিত্রালী’ (Chitralee) ইউটিউব কর্তৃপক্ষ থেকে…