২৯ এপ্রিল প্রসাধনী ব্র্যান্ড লাক্সের ১০০ বছর পূর্তি উপলক্ষে এক ফ্রেমে ধরা দিয়েছিল লাক্সের সুন্দরী প্রতিযোগীতার মাধ্যমে শোবিজে পা রাখা তারকারা। বর্ণিল এই আয়োজনে উপস্থিত ছিলেন নন্দিত নায়িকা চম্পা, তরুণ অভিনেত্রী সারিকা সাবাহ, দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান, মীম মানতাসা, গায়িকা নন্দিতাসহ অভিনয় ও সংগীতাঙ্গনের আরো অনেক শিল্পী।
২০০৭ সালে ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’র মাধ্যমে পথ চলা শুরু হয়েছিল অভিনেত্রী বিদ্যা সিনহা মিমের। তিনি জানিয়েছেন, ‘এই প্ল্যাটফরমের মাধ্যমে আমার জীবনের মোড় ঘুরে গিয়েছিল। তাই সব সময় বলি, লাক্স আমাকে নতুন করে জন্ম দিয়েছিল।’
২০০৯ সালে একই প্ল্যাটফরমের মাধ্যমে আত্মপ্রকাশ করেন মেহজাবীন চৌধুরী। তিনি জানিয়েছেন, ‘আমি আজ যা কিছু হয়েছি, তার সবটা দিয়েছে এই প্ল্যাটফরম। তাদের ১০০ বছর পূর্তি আয়োজনে আসতে পেরেও আমি উচ্ছ্বসিত।’
‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’র মাধ্যমে ২০১০ সালে শোবিজে পা রাখেন অভিনেত্রী মুমতাহিনা চৌধুরী টয়া। তিনি জানিয়েছেন, ‘প্রতিষ্ঠান দুটির সঙ্গে আমার সম্পর্ক অন্যরকম। সব সময় তাদের কাছে আমি কৃতজ্ঞ। তারা আমাকে একটা প্ল্যাটফরম দিয়েছে, যার মাধ্যমে টয়া হিসেবে দেশের মানুষের কাছে আমি পরিচিতি পেয়েছি এবং কাজ করে যাচ্ছি।’