চিত্রনায়ক জায়েদ খান ও চিত্রনায়িকা নিপুণ আক্তারের সম্পর্কের জটিলতা সর্বদাই থাকে চর্চায়। দুই তারকার সম্পর্কের টানাপড়েনের মাঝেই এবার জানা গেছে, ২০২৪ সালের শুরুতে অনুষ্ঠিতব্য বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নতুন মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনে এক প্যানেলেই থাকছেন জায়েদ-নিপুণ।
এই খবরটি জানা গেছে, অভিনেতা মনোয়ার হোসেন ডিপজলের কাছ থেকে। তিনি ঘোষণা দিয়েছেন নিপুণ ও জায়েদকে নিয়ে এক প্যানেলে নির্বাচন করার। সেখানে সভাপতি পদে লড়বেন ডিপজল নিজে। প্যানেলে আরও রাখবেন জায়েদ ও নিপুণকে। তবে সাধারণ সম্পাদক পদে থাকছেন কে? তা নিশ্চিত নয় এখনও।
ডিপজলের ভাষ্যমতে, “জায়েদ খান জুনিয়র ছেলে। ও আমার কমিটিতে থাকবে। সেক্রেটারি আমি এখনও চিন্তা করি নাই। তবে যে আসবে, ভালোই আসবে। মৌসুমী আসতে পারে। রুবেলও হতে পারে। তারা দুজনেই ফিফটি-ফিফটি। এখনও নিশ্চিত কিছু না। তবে যাকে নেব সবাই খুশি হবে- এটা আমার বিশ্বাস। অনেক চমকও থাকবে।”
অভিনেতার এমন বক্তব্য নিয়ে এখনও কথা বলেননি জায়েদ বা নিপুণ।
উল্লেখ্য, শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদ নিয়ে আগেরবারের জল ঘোলা হওয়ার খবর এখনো চর্চায় আছে মিডিয়ার। কারণ সেই নির্বাচন নিয়ে আদালত পর্যন্ত যেতে হয়েছে জায়েদ ও নিপুণকে।
তাছাড়া এর আগেও নির্বাচনটি সংক্রান্ত বিভিন্ন ঘোষণা দেওয়ার নজির রয়েছে ডিপজলের। ঘোষণা দিয়ে পরে আর তা বাস্তবায়ন করতে দেখা যায়নি। অপরদিকে জটিল সম্পর্কের কারণে সব সময় শিরোনামে থাকেন জায়েদ-নিপুণ। সব মিলিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে ডিপজলের এই ঘোষণাটি কি আদৌ বাস্তবায়িত হবে? নাকি, অন্য ঘোষণার মত এটিও সীমাবদ্ধ থাকবে কেবল কথার মাঝেই।