‘আলো আসবেই’ নামের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের স্ক্রিন শট ভাইরাল হওয়ার পর থেকে তোলপাড় নেট দুনিয়া। গ্রুপটির টার্গেট লিস্টে ছিলেন দর্শক নন্দিত নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। বিষয়টি নিয়ে প্রথম থেকেই সরব তিনি।
তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়ে ৩ সেপ্টেম্বর ফারুকী সেই গ্রুপের বেশ কিছু কথোপকথনের স্ক্রিনশট নিজের ভেরিফাইড ফেসবুক হ্যান্ডেল থেকে পোস্ট করেন। একইসঙ্গে আন্দোলনকে ঘিরে কারা মানবতার বিপক্ষ শক্তি ছিল, সেই প্রশ্ন তুলেছিলেন। পরবর্তীতে স্ক্রিনশট শেয়ার করা পোস্টটি ডিলিট করে ফেললেও ভাইরাল গ্রুপ চ্যাটের ইস্যুটি নিয়ে তিনি তার মতামত প্রকাশ করে যাচ্ছেন।
৪ সেপ্টেম্বর সকাল সকাল বিষয়টি নিয়ে আরও একটি পোস্ট করেন ফারুকী। এই পোস্টে এবার তিনি ‘আলো আসবেই’ গ্রুপের শিল্পীদের তুলনা করলেন একাত্তরের রাজাকারদের সাথে।
ফারুকী তার পোস্টে লেখেন, ‘এটা নিশ্চয়ই বেদনার যে আমাদের দেশে শিল্পীর সাইন বোর্ড নিয়ে এমন লোকজন ঘুরে বেড়াতো যারা গণহত্যায় প্রত্যক্ষ উস্কানিদাতা অথবা কেউ কেউ নিরব সমর্থক ছিলো। এরা শুধু শিল্পী হিসাবে না, মানুষ হিসাবেও নীচু প্রকৃতির। একাত্তরে জন্ম নিলে এরা রাজাকারের দায়িত্ব পালন করতো। ফলে এদের এযুগের রাজাকার বলতে পারেন। নিশ্চয়ই এদের বিচার হবে গণহত্যায় সমর্থন এবং উস্কানী দেয়ার অপরাধে।’
উল্লেখ্য যে, ‘আলো আসবেই’ নামের গ্রুপটির মাধ্যমে বৈষম্যবিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের বিপক্ষে দাঁড়িয়ে আওয়াজ তুলতে দেখা গেছে শিল্পীদের একাংশকে। এই শিল্পীদেরই মূলত আন্দোলনের সময় দেখা গিয়েছিল বিটিভি কার্যালয়ে গিয়ে ভবনের ক্ষয়ক্ষতি নিয়ে দুঃখ প্রকাশ করতে এবং বিএফডিসি প্রাঙ্গণে গিয়ে শিক্ষার্থীদের বিপক্ষে নিজেদের মত প্রকাশ করতে।
‘আলো আসবেই’ গ্রুপের সদস্যদের মধ্যে রয়েছেন ঢাকা-১০ আসনের সাবেক সংসদ সদস্য ও চিত্রনায়ক ফেরদৌস আহমেদ, সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত, চিত্রনায়ক রিয়াজ, অভিনেত্রী শামীমা তুষ্টি, তানভীন সুইটি, সোহানা সাবা, অরুণা বিশ্বাস, অভিনেতা সাজু খাদেমসহ আরও অনেকেই।