হঠাৎ দেশের পরিচিত দুই সংগীতশিল্পী প্রীতম হাসান ও এলিটা করিমের সাথে ছবি শেয়ার করে রহস্যের জন্ম দিলেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান।
সম্প্রতি নিজের ব্যক্তিগত সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে একটি স্থিরচিত্র শেয়ার করে অভিনেত্রী জয়া লেখেন, ‘প্রীতম হাসান ও এলিটা করিমের সঙ্গে কাজ করতে পেরে আমি দারুণ রোমাঞ্চিত। আশা করছি, দারুণ একটি সিনেমার খবর শিগগিরই ভাগাভাগি করতে পারব।’
বিষয়টি নিয়ে গণমাধ্যমের সাথে সাক্ষাৎকালে জয়া আহসান জানান, ‘আমাদের ছবিটির কথা বলছেন? নতুন কিছু করছি। তবে সুখবরটা এখনই বলা নিষেধ। কিন্তু জানতে চাইলেন যখন না বলে কীভাবে থাকি?।’
এর পরেই রহস্য ভেঙে অভিনেত্রী বলেন, ‘এটা আমার জন্য বিশেষ একটা কাজ। এমন কাজের সঙ্গে আগে আমি যুক্ত হইনি। সিনেমা নাকি ওয়েব, সেটা বলায় বারণ আছে। গত মাসে শুটিং করেছি। একদমই নতুন গল্প চরিত্রে দর্শক আমাকে দেখবেন।’
অভিনেত্রী আরও যোগ করেন, ‘আমাদের তিনজনের প্রথম একসঙ্গে কাজ, দারুণ অনুভূতি। শুটিং করেছি, আড্ডা দিয়েছি। তারা গানের মানুষ। প্রীতম তো নিয়মিত অভিনয়ও করে। আমাদের যে ধরনের গল্পে অভিনয় করতে হয়েছে, তার মধ্যে সময়ের দারুণ উপস্থাপন খুঁজে পাবেন দর্শক।’