Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বৃহস্পতিবার, জানুয়ারি ২৯, ২০২৬

একদিনে তিনটি সিনেমার ঘোষণা এলো বলিউডে

গতকাল ২৪ মার্চ পর পর তিনটি হিট সিনেমার ঘোষণা এলো বলিউডে। সিনেমা তিনটি হল অক্ষয় কুমারের ‘কেসারি ২’ অজয় দেবগনের ‘রেইড ২’ এবং ইমরান হাশমির আওয়ারাপানের সিক্যুয়াল।

গতকাল আসন্ন চলচ্চিত্র ‘কেসারি চ্যাপ্টার ২: দ্য আনটোল্ড স্টোরি অব জালিয়ানওয়ালা বাগ’-এর টিজার প্রকাশিত হয়েছে। এই টিজারে প্রধান চরিত্রে দেখা যায় অক্ষয় কুমারকে। সিনেমাটিতে ১৯১৯ সালের এপ্রিল মাসে ঘটা জালিয়ানওয়ালা বাগ হত্যাকাণ্ডের পরবর্তী ঘটনা দেখানোর আভাস পাওয়া গেছে। সিনেমাটির পরিচালক করণ সিং ত্যাগী।

১ মিনিট ৩৯ সেকেন্ডের এই টিজারের শুরুতেই ৩০ সেকেন্ডের নীরবতা। কোনো ভিজ্যুয়াল, এমনকি লোগো বা শিরোনামও নেই। শুধুমাত্র শব্দের মাধ্যমে দর্শকদের সেই ভয়াবহ হত্যাযজ্ঞের বিভীষিকাময় পরিবেশে ডুবিয়ে রাখে। এরপর আসে ভিজ্যুয়াল। ব্যতিক্রমধর্মী টিজারটি প্রকাশের পরপরই দারুণ সাড়া ফেলেছে। ২০১৯ সালে মুক্তিপ্রাপ্ত ‘কেসারি’ বক্স  অফিসে সুপারহিট হয়। এবার একই নামে ভিন্ন গল্প নিয়ে আসছেন অক্ষয় কুমার।  

এছাড়া একই দিনে ‘রেইড’-এর সিক্যুয়ালের পোস্টার শেয়ার করেছেন অভিনেতা অজয় দেবগন। এর আগে ‘রেইড’ বক্স অফিসে দারুণ সফল হয়েছিলো। ২৪ মার্চ অজয় দেবগন সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে ‘রেইড ২’-এর মুক্তির তারিখ ঘোষণা করেন, যা আরও অ্যাকশন ও সাসপেন্স নিয়ে আসার ইঙ্গিত দিচ্ছে। অজয় দেবগন সিনেমাটির একটি পোস্টার শেয়ার করে লিখেছেন, ‘নতুন শহর, নতুন ফাইল, আর আময় পট্টনায়েকের এক নতুন রেইড। জানা গেছে ২০২৫ সালের ১লা মে প্রেক্ষাগৃহে আসছে ‘রেইড ২’।

অন্যদিকে ইমরান হাশমির হিট সিনেমা ‘আওয়ারাপান’-এর সিক্যুয়াল নিয়েও বেশ কিছুদিন ধরেই কানাঘুষো চলছিল। তবে এবার গুঞ্জনকে সত্য প্রমাণ করে দিয়ে অফিসিয়াল ঘোষণা দিয়েই দিলেন অভিনেতা। ২৪ মার্চ নিজের ফেসবুক আইডি থেকে ইমরান হাশমি ‘আওয়ারাপান ২’ এর ফার্স্ট লুক টিজার শেয়ার করেছেন। টিজারে ইমরানের আইকনিক চরিত্রকে একটি নৌকায় দাঁড়িয়ে শহরের স্কাইলাইনের পেছনে সূর্যাস্তের দিকে তাকিয়ে থাকতে দেখা যায়। এছাড়া, একটি খাঁচা থেকে পাখিকে মুক্ত করে দেওয়ার দৃশ্যও রয়েছে, যেখানে ইমরান কণ্ঠে বলছেন, ‘অন্যের জন্য প্রাণ উৎসর্গ করাই আমার ভাগ্য।‘  টিজারের শেষে লেখা রয়েছে, ‘আওয়ারাপান ২– যাত্রা অব্যাহত।‘  

এছাড়া আসন্ন ঈদে সিকান্দার সিনেমা নিয়ে হাজির হচ্ছেন সালমান খান ও রাশ্মিকা মান্দানা।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

ডা. এজাজুল ইসলাম দারিদ্র্য ও সংগ্রামের গল্প সামনে আনলেন

ডা. এজাজুল ইসলাম দেশের জনপ্রিয় নাট্য ব্যক্তিত্ব ও জনপ্রিয় মুখ ডা. এজাজুল ইসলাম। পর্দায় হাসিখুশি দেখা গেলেও,…
ডা. এজাজুল ইসলাম দারিদ্র্য ও সংগ্রামের

প্লেব্যাক ছাড়ার কারণ জানালেন অরিজিৎ সিং

অরিজিৎ সিং হঠাৎ করেই সিনেমার গানকে বিদায় জানালেন অরিজিৎ সিং। মঙ্গলবার ২৭ জানুয়ারি রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে…
প্লেব্যাক ছাড়ার কারণ জানালেন অরিজিৎ সিং

এবারের বাফটায় কোন সিনেমা কতগুলো মনোনয়ন পেয়েছে?

বাফটা মনোনয়ন ২০২৬ সালের বাফটা (ব্রিটিশ একাডেমি ফিল্ম অ্যাওয়ার্ডস)–এর মনোনয়ন ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার…
এবারের বাফটায় কোন সিনেমা

সাফা কবির ‘মৎস্যকন্যা’ শুটিংয়ের গল্প শোনালেন

সাফা কবির ‘মৎস্যকন্যা’ সোমবার ২৬ জানুয়ারি কক্সবাজারে ‘মৎস্যকন্যা’ নাটকের শুটিং শেষ করে ঢাকায় ফিরেছেন অভিনেত্রী…
সাফা কবির ‘মৎস্যকন্যা’ শুটিংয়ের গল্প
0
Share