প্রথম ভারতীয় চলচ্চিত্র নির্মাতা হিসেবে একতা কাপুর পেতে যাচ্ছেন আন্তর্জাতিক এমি ডিরেক্টরেট অ্যাওয়ার্ড।
নভেম্বর মাসে অনুষ্ঠিত হবে ৫১তম আন্তর্জাতিক এমি অ্যাওয়ার্ডের অনুষ্ঠান। সেখানেই একতার অর্জনের ঝুলিতে আসতে যাচ্ছে এই পুরস্কার।
সংশ্লিষ্ট গণমাধ্যম বরাতে জানা গেছে, ভারতীয় শোবিজ শিল্পে অবদানের জন্য তিনি পেতে যাচ্ছেন সম্মানটি। এই বিষয়ে ইন্টারন্যাশনাল একাডেমি অফ টেলিভিশন আর্টস অ্যান্ড সায়েন্সের প্রেসিডেন্ট এবং সিইও ব্রুস এল. পেসনার জানান, “একতা আর. কাপুর টেলিভিশন শিল্পকে নেতৃত্ব দিয়ে ভারতজুড়ে ব্যাপক দর্শকদের কাছে পৌঁছে দিয়েছেন। তার নির্মিত ‘বালাজি’ প্রধান বিনোদন প্লাটফর্ম হিসেবে ভারতের শীর্ষে। ভারত এবং দক্ষিণ এশিয়ায় চলমান সিরিজ এবং ওটিটি প্ল্যাটফর্ম হিসেবেও ‘বালাজি’ এখন কোটি কোটি দর্শকদের হৃদয়ে। আমরা আমাদের ডিরেক্টরেট অ্যাওয়ার্ডের মাধ্যমে টেলিভিশন শিল্পে তার অসাধারণ কর্মজীবন এবং প্রভাবকে সম্মানিত করার অপেক্ষায় আছি।”
নতুন সম্মান প্রাপ্তিতে একতা নিজেও প্রকাশ করেছেন তার অনুভূতি। তিনি জানান, “টেলিভিশন আমাকে আমার পরিচয় আবিষ্কার করতে সাহায্য করেছে। বিশেষ করে একজন নারী হিসেবে নারীদের জন্য গল্প তৈরি করতে সাহায্য করেছে। আর এই পুরস্কার আমাকে আন্তর্জাতিক স্তরে ভারতের প্রতিনিধিত্ব করার গৌরব দিয়েছে।”
উল্লেখ্য যে, এই জনপ্রিয় নির্মাতার প্রোডাকশন হাউজ ‘বালাজি টেলিফিল্ম লিমিটেড’ নানান টেলিভিশন প্রোগ্রামের মাধ্যমে কয়েক যুগ থেকেই মনোরঞ্জন করে আসছে দর্শকদের। কেবল ভারতই নয়, ভারতের বাইরের বিভিন্ন দেশেও মজবুত ফ্যানবেজ গঠন করতে সক্ষম হয়েছে একতার একেক শো। যার কারণে ভারতের টেলিভিশন বিনোদনে তার অবদান অপরিসীম।