যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটিতে আয়োজিত ‘৫১তম আন্তর্জাতিক এমি অ্যাওয়ার্ডস ২০২৩’য়ে সম্মানিত করা হয়েছে বিশ্বের সেরা টেলিভিশন পর্দার সংশ্লিষ্টদের। আর এবারের আসরে ভারতের নাম উজ্জ্বল করেছেন একতা কাপুর ও বীর দাস।
২০২৩ সালের এমি অ্যাওয়ার্ডসে মনোনয়ন পান ২০টি দেশের ৫৬ জন প্রতিযোগী। তাদের মধ্য থেকেই ভারতীয় টেলিভিশনে অবদানের জন্য আন্তর্জাতিক এমি ডিরেক্টরের অ্যাওয়ার্ড পেয়েছেন একতা কাপুর। ‘ট্রেলব্লাজিং ক্যারিয়ার এবং ভারতীয় টেলিভিশন ল্যান্ডস্কেপে অসাধারণ অবদান’ রাখায় তাকে এই বিশেষ সম্মান দেওয়া হয়। এই অর্জনের পর একতা তার অফিশিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে এমি অ্যাওয়ার্ডটির ভিডিও পোস্ট করে লেখেন, “ভারতবাসী আপনাদের এমি আমি দেশে আনছি।”
অপরদিকে নেটফ্লিক্সের জনপ্রিয় শো ‘বীর দাস: ল্যান্ডিং’-এর জন্য কমেডি বিভাগে আন্তর্জাতিক এমি পুরস্কার জিতেছেন ভারতের বীর দাস। পুরস্কার হাতে নিয়ে তোলা একটি ছবি বীর শেয়ার করেছেন তার অফিশিয়াল এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেল থেকে। ছবি শেয়ারের পাশাপাশি তিনি ক্যাপশনে লিখেন, “ভারতের জন্য, ভারতের কমেডির জন্য়। আমার প্রতিটি শব্দ, প্রতিটি নিশ্বাস। ধন্যবাদ এমি আমাকে এই সম্মান দেওয়ার জন্য।”
উল্লেখ্য যে, এবারের এমির আসরে সেরা অভিনেতা হয়েছেন মার্টিন ফ্রিম্যান। ‘দ্য রেসপন্ডার’ ড্রামার জন্য তিনি পেয়েছেন এই পুরস্কার। আর সেরা ড্রামা সিরিজ হয়েছে ‘দ্য এমপ্রেস’।