২৫ জানুয়ারি টেলিভিশনে প্রিমিয়ার হতে যাচ্ছে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অনুদানে নির্মিত ‘একটি না-বলা গল্প’ চলচ্চিত্রের। দুপুর ২ টার বাংলা সংবাদের পর বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত হবে সিনেমাটি।
টেলিভিশন প্রিমিয়ারের খবরটি নিশ্চিত করেছেন অভিনেতা রওনক হাসান। তিনি এই সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেছেন। নিজের ভেরিভাইড ফেসবুক হ্যান্ডেল থেকে পোস্ট করে রওনক সিনেমাটি টেলিভিশনে দেখার জন্য আমন্ত্রণ জানিয়েছেন।
রওনক ছাড়াও ‘একটি না-বলা গল্প’ ছবিতে অভিনয় করেছেন রুনা খান, প্রাণ রায়, নরেশ ভূঁইয়া, মোমেনা চৌধুরী, আহসানুল হক মিনু, আরিফ হক প্রমুখ।
উল্লেখ্য যে, মুক্তিযুদ্ধ ও স্বৈরাচারবিরোধী আন্দোলনের পটভূমিতে নির্মিত চলচ্চিত্র ‘একটি না-বলা গল্প’। এটি পরিচালনা করেছেন পঙ্কজ পালিত। এই ছবি নির্মাতার পরিচালিত প্রথম সিনেমা। বিশ্বজিৎ চৌধুরীর কাহিনি অবলম্বনে সিনেমার চিত্রনাট্যও লিখেছেন পঙ্কজ। ছবিটি ২০২৩ সালের ১০ মার্চ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল।