পরীমণিকে নিয়ে যতই আলোচনা- সমালোচনা হোক না কেন, মা হিসেবে এ চিত্রনায়িকা সর্বদাই নেটিজেনদের কাছে প্রশংসা কুড়ান। ছেলে পুণ্য ও মেয়ে প্রিয়মকে ঘিরেই পরীর জীবন। পুণ্যকে আগেই প্রকাশ্যে আনলেও মেয়ে ছোট বলে প্রিয়মের চেহারা পরী এতদিন রেখেছিলেন আড়ালেই। তবে এবার প্রিয়মকে একঝলকের জন্য প্রকাশ্যে আনলেন তিনি।
১০ আগস্ট ছিল পূণ্যের জন্মদিন। ছেলের জন্মদিনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ২০ আগস্ট পোস্ট করেন পরী। এই ভিডিওতেই প্রথমবারের মত দেখা যায় পরীমণির মেয়েকে।
ভিডিওটির ক্যাপশনে পরী লিখেছেন, ‘অনেকেই এতদিন আমার মেয়ের মুখ খুব দেখতে চাইতেন। তাদের জন্যে আজ আমার ছেলের জন্মদিনের ছোট্ট এই ভিডিও তে মেয়ের মুখখানা এক ঝলক দিয়ে দিলাম। ওদের জন্যে দোয়া করবেন।’
পরীমণির ভিডিওটি প্রকাশ্যে আসার পর থেকেই ভক্ত ও অনুরাগীরা ভালোবাসা প্রকাশ করছেন। পোস্টের কমেন্টে একজন লিখেছেন, ‘মাতৃত্ব অদ্ভুত সুন্দর। মা পরীকে যতই দেখি ততই অবাক হই। কীভাবে পারো তুমি এত কিছু এত সুন্দর ভাবে মেনটেইন করতে? তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা’।
আরেকজন মন্তব্যকারী আবার প্রিয়মের একঝলক দেখা প্রসঙ্গে লিখেছেন, ‘এতোটুকু দেখে মন ভরে না আপু, মাশাল্লাহ সব সময় দোয়া করি আল্লাহ সুস্থ রাখুন।‘ এমন আরও অনেক কমেন্ট দেখা যাচ্ছে পরীর পোস্টের মন্তব্যের ঘরে।
প্রসঙ্গত, ২০২২ সালের ১০ আগস্ট জন্ম হয় পূণ্যর। পরবর্তীতে স্বামী ও অভিনেতা শরিফুল রাজের সাথে পরীর বিবাহ বিচ্ছেদ হলে ছেলেকে নিয়েই জীবন কাটতো অভিনেত্রীর। কয়েক মাস আগে কন্যা সন্তান দত্তক নেন তিনি। পরী তার মেয়ের নাম রাখেন- সাফিরা সুলতানা প্রিয়ম।