ইদানিং শিল্পীদের নানা আচরণ যেমন মিডিয়ার খবরে আসছে, তেমনই অনেককে অনেক প্রতিক্রিয়ার মুখোমুখি হতে হচ্ছে।
সাম্প্রতিককালে ঘটে যাওয়া তানজিন তিশা-কাণ্ড এর মাঝে অন্যতম। এসকল বিষয়সহ আরও কিছু বিষয় নিয়ে একটি আনন্দ আয়োজনে মন্তব্য করেন পরিচালক, নাট্যকার, প্রযোজক এবং লেখক জীনাত হাকিম।
তিনি বলেন, ‘শিল্পীদের সকলে অনুসরণ করে। একারণে শিল্পীদের ব্যক্তিজীবন অনেকটাই খোলা বইয়ের মতন হয়ে যায়। তাই তাকে চলতে হয় এসব মাথায় রেখেই।’
সম্প্রতিকালে শিল্পী ও গণমাধ্যমের মুখোমুখি অবস্থানের ব্যাপারে জীনাত হাকিম আরও বলেন, ‘শিল্পীকে সহনশীল হতে হবে। অনেক প্রতিকূল পরিবেশেও হাসিমুখে তাকে উত্তর দিতে হবে। ফেইসভেলুর পাশাপাশি এটাকে মেনে নিতেই হবে।’
উদাহরণসরূপ তিনি জানান, আজিজুল হাকিমের বাবা অর্থ্যাৎ জীনাত হাকিমের শশুরের শেষ সময়ে যখন হাসপাতালে পরিবার ছুটোছুটি করছে, তখনও অনেকে এসে আজিজুল হাকিমের সাথে ছবি তুলতে চেয়েছেন, অটোগ্রাফ চেয়েছেন। তারা সেই দ্বায়িত্বও পালন করেছেন।
জীনাত হাকিম মনে করেন, বেশিরভাগ মানুষই টেবিলের এ প্রান্তের খবর জানবে না, সেজন্য তাকে বঞ্ছিত না করে শিল্পীসুলভ আচরণ করাই শ্রেয়।