দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সতন্ত্র প্রার্থী হয়ে ভোটের লড়াইয়ে পরাজিত হওয়ার পর কণ্ঠশিল্পী ডলি সায়ন্তনীকে খুব একটা দেখা যায়না জনসম্মুখে। তবে সম্প্রতি তিনি ফের আলোচনায় আসলেন একটি স্ট্যাটাস পোস্ট করে!
৩০ অক্টোবর নিজের অফিশিয়াল ফেসবুক হ্যান্ডেল থেকে স্ট্যাটাসটি পোস্ট করেন ডলি। যেখানে তিনি বলেন, এখন পর্যন্ত ফেসবুকে প্রায় ৯০ হাজার আইডি ব্লক করেছেন তিনি।
ডলির স্ট্যাটাসে লেখা, ‘আমি এই পর্যন্ত ৯০,৮৭০ জনকে ব্লক মেরেছি। যারা আমার পেজ কে দেখতে চাননা তারা দেখবেননা প্লিজ। আর কেউ যদি উল্টাপাল্টা মেসেজ করবেন তো ব্লক খাবেন।’
মন্তব্যকারীদের দেখা যাচ্ছে সেই স্ট্যাটাসের মন্তব্যের ঘরে নিজেদের মতামত জানাতে। কেউ কেউ শিল্পীর সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। আবার কেউ কেউ গায়িকার বিরুদ্ধে অভিযোগ তুলে বলছেন, আলোচনায় আসার জন্য তিনি এমন মিথ্যা তথ্য শেয়ার করেছেন।
বর্তমানে ফেসবুকে ডলি সায়ন্তনীকে অনুসরণ করছেন প্রায় ১০ লাখ মানুষ। সেখান থেকেই ৯০ হাজার আইডি ব্লক করার কথা বলেছেন তিনি।
মূলত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হয়ে লড়াই করেছিলেন ডলি। যেখানে তিনি পেয়েছিলেন মাত্র ৪ হাজার ৩৮২ ভোট। এরপর থেকে সামাজিক মাধ্যমে নানাভাবে কটাক্ষের শিকার হয়ে আসছিলেন তিনি। ধারণা করা হচ্ছে, নেটিজেনদের এই সমালোচনা না নিতে পেরেই ‘ব্লক’ করার পন্থা অবলম্বন করে থাকতে পারেন তিনি।
উল্লেখ্য যে, ১৯৯০ সালে ডলি নবম শ্রেণিতে পড়তেন। সেই বছর মিল্টন খন্দকারের কথা ও সুরে সেলেক্স-এর ব্যানারে প্রথম ডলির একক অ্যালবাম ‘হে যুবক’ বাজারে আসে। এরপর মাসুদ পারভেজ প্রযোজিত ‘ঘেরাও’ শিরোনামের সিনেমায় তিনি প্রথম প্লে-ব্যাক করেন। ডলি সায়ন্তনী এ পর্যন্ত ১৫টি একক অ্যালবাম এবং শতাধিক দ্বৈত ও মিশ্র অ্যালবামে সাতশটিরও বেশি গানে কণ্ঠ দিয়েছেন। তার গাওয়া শ্রোতাপ্রিয় গানগুলোর মাঝে অন্যতম ‘রং চটা জিন্সের প্যান্ট পরা’।