ঘটনাটি গানটির শুটিংয়ের দিন। মিমি চক্রবর্তী তৈরি হচ্ছেন আর গানটি শুনছেন। এখনই শুরু হবে গানের শুটিং। শুনতে শুনতে তিনি ফিক করে হেসে ফেললেন। কারণ তখন বেজে উঠেছে ‘লাগে উরাধুরা ঢেউ খেলানো চুলে..’
‘আউলা ঝাউলা’ নিজে বলেই হাসলেন মিমি। কারণ শব্দটি তার কাছে মজার মনে হয়েছে। বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের ভাষা বাংলা হলেও পার্থক্য আছে বিশদ। ওপারের কিছু শব্দ যেমন বাংলাদেশের কথায় ব্যবহৃত হয় না, বাংলাদেশের অনেক প্রচলিত শব্দই অচেনা সেদেশের সাথে।
আর গীতিকার রাসেল মাহমুদ প্রচলিত শব্দ গানে ব্যবহার করেছেন, যার সুর করেছেন এবং গেয়েছেন আরেক তরুণ শিল্পী প্রীতম হাসান।
মজার এই শব্দে নাচলেন তো বটেই- নতুন শব্দও শিখে ফেললেন মিমি তুফানের সেটে। আর তা নিজেই রিলসের মাধ্যমে জানান তার ভক্তদের।