৩০ সেকেন্ডের একটি টিজার মুক্তি দিয়ে সম্প্রতি চমক দেখিয়েছেন অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। টিজারটিতে উত্তাল সমদ্রে নৌকায় চড়ে অপূর্ব মুগ্ধ করেছেন তার ভক্ত ও অনুরাগীদের।
‘পথে হলো দেরী’ শীর্ষক নাটকের ৩০ সেকেন্ডের সেই ভিডিওতে পিছন থেকে ভেসে আসছে অপূর্বর সংলাপ। যেখানে অভিনেতাকে বলতে শোনা যায়, “কিছু কিছু সম্পর্ক উত্তাল সমুদ্রের মতো। দিকহীন। কূল নেই কিনারা নেই। তবুও ভালোবাসার গন্তব্যে আমরা এগিয়ে যাওয়ার চেষ্টা করি। কিন্তু কখনো কখনো হয়ে যায় দেরি।“ কথাগুলো থেকেই ধারণা করা যাচ্ছে ভালোবাসার গল্পে নির্মিত হয়েছে নাটকটি।
টিজার মুক্তির পর থেকে দর্শকদের থেকে ব্যাপক প্রশংসা কুড়াচ্ছে ‘পথে হলো দেরী’। এই ব্যাপারে অপূর্ব জানান, “দর্শকদের এমন সাড়া পেলে সব কষ্ট ভুলে যাই। মনে হয়, আমাদের শ্রমটা কাজে লেগেছে।”
অভিনেতা আরও যোগ করেন, “টিজারে যে দৃশ্যটি দেখা গেছে সেটা কক্সবাজার থেকে অনেক ভেতরে, টেকনাফের কাছাকাছি গভীর সমুদ্রে। সেখানে শুটিং করতে যাওয়ার সময় আমাদের নৌকা আটকে যায় বালিতে। এরপর টানা ৬ ঘণ্টা পুরো ইউনিট অপেক্ষা করেছি জোয়ারের জন্য। জোয়ার আসার পর আমাদের নৌকা সচল হয়। এই শ্রম বা ডেডিকেশনগুলো সার্থক হয় দর্শকদের এমন সাড়া পেলে।”
জাকারিয়া সৌখিনের চিত্রনাট্য ও পরিচালনায় নির্মিত হয়েছে ‘পথে হলো দেরী’। নাটকটি সিএমভির ব্যানারে ‘ক্লোজআপ রোম্যান্টিক ড্রামা ফেস্টিভ্যাল’-এর। অপূর্ব ছাড়াও এখানে অভিনয় করেছেন তটিনী, মনোজ প্রামাণিক, সালহা খানম নাদিয়া প্রমুখ।