Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বুধবার, মার্চ ২৬, ২০২৫

ঈদ উপলক্ষে উত্তরায় নতুন শাখা খুলছে স্টার সিনেপ্লেক্স

দর্শক চাহিদা অনুযায়ী মাল্টিপ্লেক্স সিনেমা হলগুলো সম্প্রসারণের কাজ অব্যাহত রেখেছে স্টার সিনেপ্লেক্স। সেই ধারাবাহিকতায় এবার ঈদের দিন ঢাকায় চালু হচ্ছে স্টার সিনেপ্লেক্সের নতুন একটি শাখা। নতুন এই শাখাটি নির্মিত হয়েছে এয়ারপোর্ট সংলগ্ন ‘সেন্টার পয়েন্ট শপিং মলে’।

ঈদ উপহার হিসেবে এই শাখাটি ঈদের দিন থেকেই দর্শকদের জন্য উন্মুক্ত করা হবে, জানিয়েছে স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ। নতুন শাখাটি উত্তরা এবং এয়ারপোর্ট সংলগ্ন এলাকার দর্শকদের জন্য বিশেষভাবে সুবিধাজনক হবে।

প্রদর্শনীমূলক ছবি

স্টার সিনেপ্লেক্সের মিডিয়া ও মার্কেটিং বিভাগের সিনিয়র ম্যানেজার মেসবাহ উদ্দিন আহমেদ বলেন, “উত্তরা এলাকার দর্শকদের দীর্ঘদিনের দাবি ছিল এখানে একটি শাখা চালু করার জন্য। তাদের চাহিদার পরিপ্রেক্ষিতে আমরা অত্যন্ত আনন্দিত যে, এবার তা পূরণ করতে পেরে ঈদের দিন নতুন শাখাটি চালু করতে যাচ্ছি।”

নতুন শাখাটিতে চারটি হল থাকবে। এর মধ্যে একটি ভিআইপি হল, একটি রয়্যাল হল এবং দুটি প্রিমিয়াম হল রয়েছে। হলগুলোর আসনসংখ্যা যথাক্রমে ৮৩, ৪৮, ১৭৫ এবং ৩৩১টি।

বিশ্বমানের প্রযুক্তি, সাউন্ড সিস্টেম এবং জায়ান্ট স্ক্রিনসহ অন্যান্য আধুনিক সুবিধা নিয়ে হলগুলো নির্মিত হয়েছে। এই নতুন শাখা স্থানীয় দর্শকদের জন্য বিশেষ সুবিধা এনে দেবে, বিশেষ করে উত্তরার দর্শকদের জন্য এটি একটি বড় আনন্দের খবর।

মেসবাহ উদ্দিন আহমেদ আরও বলেন, “দেশব্যাপী নতুন নতুন সিনেমা হল নির্মাণের পরিকল্পনা আগেই ঘোষণা করেছি। সেই পরিকল্পনা অনুযায়ী কাজ এগিয়ে চলছে এবং দেশের সিনেমা শিল্পের বিকাশে এই উদ্যোগ অব্যাহত থাকবে।”

বর্তমানে ঢাকায় স্টার সিনেপ্লেক্সের শাখা রয়েছে বসুন্ধরা সিটি শপিং মল, সীমান্ত সম্ভার, এসকেএস টাওয়ার, সামরিক জাদুঘর এবং মিরপুর সনি স্কয়ারে। ঢাকার বাইরে নারায়নগঞ্জ, বগুড়া এবং চট্টগ্রামে নতুন শাখার কাজ চলছে। এছাড়াও ঢাকার বিভিন্ন এলাকাতেও নতুন শাখা চালু করার পরিকল্পনা রয়েছে।

Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

কিছু দৃশ্য বাদ দিয়ে ছাড়পত্রের জন্য জমা হয়েছে ‘বরবাদ’

বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের পরামর্শ অনুসারে, শাকিব খান অভিনীত ‘বরবাদ’ সিনেমাটি আজ মঙ্গলবার পুনরায়…

তামিম সুস্থতা কামনায় কি বললেন শোবিজ তারকারা

ঢাকা প্রিমিয়ার লীগের (ডিপিএল) ম্যাচ খেলার জন্য সাভারের বিকেএসপির মাঠে ছিলেন তামিম ইকবাল। ম্যাচ চলাকালে হঠাৎ…
Exit mobile version