Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শনিবার, মার্চ ১৫, ২০২৫

ঈদে হিমুর নতুন সিনেমা ‘‘আমাকে বিশ্বাস করেন ভাই’’

২০২২ সালে মুক্তি পেয়েছিল দেশের হাওরাঞ্চলের শ্রমজীবী মানুষের জীবনসংগ্রামের গল্প নিয়ে বানানো সিনেমা ‘কুড়া পক্ষীর শূন্যে উড়া’। নির্মাতা মুহাম্মদ কাইউম। সিনেমাটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়ার পাশাপাশি কলকাতা চলচ্চিত্র উৎসবে সেরা নির্বাচিত হয়েছিল। এতে প্রধান চরিত্রে দুর্দান্ত অভিনয় করেছেন উজ্জল কবির হিমু। তিন বছর পর আবারও নতুন সিনেমা নিয়ে আসছেন হিমু। রাইসুল ইসলাম অনিকের ‘’আমাকে বিশ্বাস করেন ভাই!’’ নামের সিনেমাটিতে মাসুদ চরিত্রে দেখা যাবে তাকে। আগামী কোরবানির ঈদে সিনেমাটি মুক্তির পরিকল্পনা করা হচ্ছে।

‘আমাকে বিশ্বাস করেন ভাই’ সিনেমার গল্পে মাসুদ একজন মেডিকেল রিপ্রেজেনটেটিভ। সে এমন একটি কোম্পানিতে চাকরি করে যে কোম্পানির ওষুধ বিক্রি হয় না। অর্থনৈতিকভাবে কষ্টে চলতে হয় তাকে। তাই তার ভাবনাজুড়ে শুধু টাকা। তার কাছে টাকাই সব। মাসুদের স্ত্রী পুতুলের ভাবনা ঠিক উল্টো। এলাকার সবাই মাসুদের কাছে টাকা পায়। পাওনাদারদের ভয়ে লুকিয়ে থাকে মাসুদ। এমন সময় তার সঙ্গে পরিচয় হয় আরও কয়েকজনের। তাদের অবস্থাও মাসুদের মতো। সবাই মিলে নামে এক মিশনে।

নির্মাতা জানান, আমাকে বিশ্বাস করেন ভাই সিনেমায় রয়েছে মোট ১০০টি দৃশ্য। প্রতিটি দৃশ্য শুট করা হয়েছে ওয়ান টেকে। এই কারণে শুটিং শুরুর আগে নিতে হয়েছে দীর্ঘ প্রস্তুতি। শুটিং হয়েছে ঢাকার মোহাম্মদপুর, আদাবর, নবাবপুর, উত্তরাসহ বিভিন্ন লোকেশনে। ইতিমধ্যে শেষ হয়েছে শুটিং। এখন চলছে সম্পাদনার কাজ। নির্মাতা জানালেন আগামী কোরবানির ঈদে সিনেমাটি মুক্তির পরিকল্পনা করা হচ্ছে।

উজ্জল কবির হিমু বলেন, ‘এই সিনেমার প্রতিটি দৃশ্যের শুটিং হয়েছে ওয়ান টেকে। দুই দশকের অভিনয়জীবনে এই অভিজ্ঞতা প্রথম। ৩ মিনিট, ৪ মিনিট এমনকি ৮ মিনিটের দৃশ্যও ছিল। ইউনিটের কেউ একজন ভুল করলে আবার নতুন করে শুরু করতে হতো। চার মাস ধরে প্রস্তুতি নিয়েছিলাম চরিত্রটির জন্য। চেষ্টা করেছি সাধ্যমতো, কতটা পেরেছি, সেই বিচারের ভার রইল দর্শকের ওপর।’

আমাকে বিশ্বাস করেন ভাই দিয়ে সাত বছর পর বড় পর্দায় ফিরছেন সায়রা আক্তার জাহান। সিনেমায় হিমুর স্ত্রী হয়ে অভিনয় করেছেন সায়রা আক্তার জাহান। এর আগে ২০১৮ সালে মুক্তি পাওয়া প্রসূন রহমানের ‘জন্মভূমি’ সিনেমায় অভিনয় করেছিলেন সায়রা।

সিনেমাটি নিয়ে নির্মাতা রাইসুল ইসলাম অনিক বলেন, ‘টাকাকে কেন্দ্র করে বিশ্বাস-অবিশ্বাসের গল্প নিয়েই আমাদের এই সিনেমা। বিভিন্ন পেশার ছয়-সাতজন মানুষ তাদের স্বপ্ন পূরণের জন্য একত্র হয়। তাদের সেই মিশনের গল্পটা কমেডি, সাসপেন্স ও থ্রিলারের মিশ্রণে তৈরির চেষ্টা করেছি। আশা করছি সবার ভালো লাগবে।’

সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন রাইসুল ইসলাম অনিক ও নিজাম ইউ খান। প্রযোজনা করেছে  সঙ্গী প্রোডাকশনস। সিনেমায় অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন সাইফ খান, রফিকুল কাদের রুবেল, মৌরি মাহাদী, আফিফ খান, মইনুদ্দিন মুন্সি, রূপম ঝুমুরিয়া, প্লাবন আহমেদ প্রমুখ।

‘আমাকে বিশ্বাস করেন ভাই’ রাইসুল ইসলামের তৃতীয় সিনেমা। এর আগে তার পরিচালিত ‘ইতি চিত্রা’ মুক্তি পেয়েছে, মুক্তির অপেক্ষায় আছে ‘চারুলতা’।  

Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

সিয়ামের ‘জংলি’তে ‘পুষ্পা ও কবীর সিং- এর ছাপ

ঈদ উপলক্ষে, বৃহস্পতিবার সন্ধ্যায় সিয়াম আহমেদের নতুন সিনেমা ‘জংলি’-এর টিজার অন্তর্জালে মুক্তি পেয়েছে। টিজারে…

ইত্যাদিতে সাফা, সাদিয়া, সামিরা ও ইভানার নৃত্য

ঈদের বিশেষ ইত্যাদি অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করবেন অভিনেত্রী সাফা কবির, পারসা ইভানা, সামিরা খান মাহি এবং সাদিয়া…

শাহরুখের ‘কিং’: অভিষেক বচ্চনের চেহারা বদল

‘পাঠান’, ‘জওয়ান’, ‘ডাঙ্কি’ চলচ্চিত্রের সাফল্যের পর শাহরুখ খান এখন তার পরবর্তী সিনেমা নিয়ে দর্শকদের উত্তেজনা…
Exit mobile version