বর্তমান সময়ে দর্শকদের কাছে বেশ জনপ্রিয় ছোটপর্দার অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী। বরাবরের মতো এবারের ঈদেও আসছে তার একাধিক নাটক। টিভি ও ইউটিউবের পর্দায় দেখা যাবে এইসব নাটকগুলো।
ঈদে আসছে তানজিম সাইয়ারা তটিনী ও তৌসিফ মাহবুব জুটির নাটক ‘মন দিওয়ানা’ । সিএমভি’র ব্যানারে নাটকটি পরিচালনা করেছেন হাসিব হোসাইন রাখি। নাটক প্রসঙ্গে নির্মাতা বলেন, গল্পটা শুধু প্রেমের নয়, বন্ধুত্বেরও। যেখানে প্রেম ও বন্ধুত্বকে তুলে ধরা হয়েছে সমান্তরাল গতিতে। যা দেখে দর্শকরা ভিন্নতার স্বাদ পাবেন।
ঈদে আসছে তানজিম সাইয়ারা তটিনী ও ইয়াশ রোহান জুটির অবাক করা শিরোনামের নাটক ‘বউয়ের বিয়ে’। এই খাঁটি রোম্যান্টিক কমেডি ফ্যামিলি ড্রামা নাটকটি নির্মাণ করেছেন নির্মাতা রুবেল হাসান। সিএমভির ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে নাটকটি।
বউয়ের বিয়ে ছাড়াও ঈদের নাটক ‘ব্রেকিং নিউজ’-এ দেখা যাবে এই অভিনেত্রীকে। তটিনীর বিপরীতে রয়েছেন তৌসিফ মাহবুব। নাটকটি নির্মাণ করেছেন ইমরোজ শাওন। এই নাটকের গল্প শহরের এক শীর্ষসন্ত্রাসী ইফতি এবং ‘ক্রাইম ওয়াচ’ টিভি অনুষ্ঠানের সঞ্চালক-প্রতিবেদক মারিয়াকে ঘিরে এগিয়েছে। নাটকে দেখানো হবে সন্ত্রাসী ও সাংবাদিকের মধ্যকার প্রেম ও টানাপোড়েন। ঈদে নাটকটি মুক্তি পাবে সিএমভি’র এর ইউটিউব চ্যানেলে।
অভিনেত্রী তটিনীর আরেকটি নাটক ‘প্রিয় প্রিয়সীনি’। নির্মান করেছেন মাহমুদ মাহিন। তটিনীর বিপরীতে আছেন আরেক জনপ্রিয় অভিনেতা জোভান। এটিও সিএমভি’র ব্যানারে নির্মিত। নির্মাতা মাহমুদ মাহিন জানান, গল্পটির সঙ্গে অবিবাহিত প্রবাসীদের প্রায় সবার জীবনেরই ছায়া রয়েছে। প্রবাসীদের জটিল জীবনের পাশাপাশি নিখাদ প্রেমের একটা দারুণ গল্পও রয়েছে।
এবারের ঈদে ছোটপর্দার পাঁচ প্রজন্মের অভিনেতা- অভিনেত্রীদের নিয়ে তৈরি করা হয়েছে একটি বিশেষ নাটক তোমাদের গল্প। মুহাম্মদ মোস্তফা কামাল রাজ নির্মাণ করেছেন ‘তোমাদের গল্প’ নাটকটি। এতে পাঁচ প্রজন্মের পাঁচ অভিনেত্রী অভিনয় করেছেন। অভিনয়ে আছেন এই প্রজন্মের তানজিম সাইয়ারা তটিনী, তারকা দিলারা জামান, সাবেরি আলম, মনিরা আক্তার মিঠু ও শিল্পী সরকার অপু। নাটকে বিভিন্ন প্রজন্মের অভিনেতাদের মধ্যে থাকছেন ফারহান আহমেদ জোভান, নাদের চৌধুরী, বড়দা মিঠু, এমএনইউ রাজু, সমু চৌধুরী ও শিশুশিল্পী আয়াত। নাটকে প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান ও তানজিম সাইয়ারা তটিনী।
এছাড়াও সিএমভির ব্যানারে থাকছে নাটক ‘প্রেম ভাই’। এতে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব ও তানজিম সাইয়ারা তটিনী। নাটকটি নিয়ে তৌসিফ ফেসবুকে লিখেছেন ”আমগো ‘প্রেমভাই’, মাইনসের শাদী ভাইঙ্গা, দিল জোড়া দেয়। আইতাছে এইবার ঈদে, রেডি থাইকেন কইলাম”।