চিত্রনায়িকা ইয়ামিন হক ববি, যাকে সর্বশেষ দেখা গিয়েছিল ২০১৯ সালে মুক্তিপ্রাপ্ত ‘নোলক’ সিনেমায়। এরপর চার বছর কেটে গেলেও তাকে আর দেখা যায়নি কোনো সিনেমায়। তবে এবার ববির ভক্তদের অপেক্ষার প্রহর শেষ হতে চলেছে। আসন্ন ঈদুল আজহায় অভিনেত্রী ফিরছেন তার নতুন সিনেমা নিয়ে। সিনেমার নাম- ‘ময়ূরাক্ষী’।
জানা গেছে, ববির বিপরীতে সিনেমাটিতে অভিনয়ে আছেন অভিনেতা সুদীপ বিশ্বাস দ্বীপ। এ ছবি পরিচালনা করেছেন নির্মাতা রাশিদ পলাশ।
‘ময়ূরাক্ষী’ নিয়ে আরও জানা গেছে, ২০২৩ সালের সেপ্টেম্বরে মুক্তি পাওয়ার কথা ছিল সিনেমাটির। কিন্তু নানা কারণে তা পিছিয়ে যায়। অতঃপর সামনের কোরবানির ঈদে এটি মুক্তি পাচ্ছে।
এ প্রসঙ্গে নির্মাতা পলাশ বলেন, ‘ময়ূরাক্ষী একটি ফুল প্যাকেজ সিনেমা। গত বছর সেন্সর ছাড়পত্র পেয়েছি। সঠিক সময়ের অপেক্ষায় ছিলাম। আমাদের মনে হয়েছে, ঈদের মতো উৎসবে মুক্তি পাওয়ার মতো সিনেমা এটি। এ কারণে গত বছর মুক্তির সিদ্ধান্ত থেকে সরে এসেছিলাম।’
ইতিমধ্যেই মুক্তি পেয়েছে ‘ময়ূরাক্ষী’ সিনেমার পোস্টার। যেখানে দেখা যাচ্ছে সবুজ গাছের মতো ববি-দ্বীপ! তারা আলিঙ্গন করছেন একে অপরকে।
এ সিনেমায় নয়নতারা চরিত্রে দেখা যাবে ববিকে। নিজের চরিত্র নিয়ে তিনি বলেন, ‘একজন অভিনেত্রীর জীবন বাইরে থেকে যতই আলো ঝলমলে হোক না কেন, পেছনে অনেক চড়াই-উতরাই থাকে। সেই ক্রাইসিসগুলো পর্দায় বাস্তবসম্মত করে তুলে ধরা কঠিন। ময়ূরাক্ষী সিনেমার নয়নতারা চরিত্রটি আমার ক্যারিয়ারের অন্যতম চ্যালেঞ্জিং চরিত্র। দর্শক নতুন এক ববিকে দেখতে পাবেন এই সিনেমায়।’
উল্লেখ্য যে, এরই মধ্যে প্রদর্শক সমিতি থেকে ঈদে মুক্তির অনুমতি নেয়া হয়েছে ‘ময়ূরাক্ষী’ সিনেমার।