আসন্ন ঈদে মুক্তির জন্য নির্মিত হচ্ছে ‘জ্বীন’ সিনেমার তৃতীয় সিক্যুয়েল ‘জ্বীন থ্রি’। প্রায় সাত বছর পর জাজ মাল্টিমিডিয়ার সিনেমায় ফিরেছেন নুসরাত ফারিয়া।
ইতিমধ্যে সিনেমাটির পোস্টার প্রকাশিত হয়েছে, যেখানে কালো পোশাক পরা এক মেয়ে দুহাত প্রসারিত করে দাঁড়িয়ে রয়েছে। তার হাতের নখ দীর্ঘ এবং দাঁত বড়, যেন সে এক ভয়ানক ভূত বা ভ্যাম্পায়ার। নুসরাত ফারিয়ার এই নতুন লুক নিয়ে দর্শকদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে— তিনি কি ভূত, জ্বীন, না ভ্যাম্পায়ার?
সিনেমা সংশ্লিষ্টরা জানান, এসব প্রশ্নের উত্তর দর্শকরা পাবে সিনেমাটি দেখলে। প্রযোজনা প্রতিষ্ঠান জানায়, ‘জ্বীন’ ও ‘জ্বীন ২’ এর সফলতার পর, এবার ‘জ্বীন থ্রি’ আসছে ঈদুল ফিতরে। কামরুজ্জামান রোমান পরিচালিত এই সিনেমাটি ময়মনসিংহের বাস্তব ঘটনার উপর ভিত্তি করে তৈরি হয়েছে।
সিনেমার নির্মাতা কামরুজ্জামান রোমান সিনেমাটি নিয়ে বলেন, “সিনেমার শুটিং শেষ করে এখন গানের শুটিং চলছে। ‘মোনা: জ্বীন-২’ সিনেমা থেকে এবারের গল্পটা অনেক বেশি ভালো। সাড়া ফেলবে বলে আশা রাখছি। এতে ভৌতিক ব্যাপার আছে, ইমোশন আছে। দর্শক গল্পের সঙ্গে নিজেদের সম্পৃক্ত করতে পারবে।”
‘জ্বীন ৩’ সিনেমায় আরো অভিনয় করেছেন আবদুন নূর সজল, তানিয়া আহমেদ, নাদের চৌধুরীসহ অনেকে।