ঈদে জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরীকে দেখা যাবে একটি নাটকে, যার নাম ‘বেস্ট ফ্রেন্ড ২.০’। নাটকটি নির্মাণ করেছেন প্রবীর রায় চৌধুরী এবং এটি সিএমভির ইউটিউব চ্যানেলে ঈদের দিন মুক্তি পাবে। মূলত, এটি ভালোবাসা দিবসে মুক্তির কথা ছিল, তবে কিছুটা সময় পিছিয়ে ঈদে মুক্তি পেতে যাচ্ছে।
ক্যারিয়ার শুরুতেই রোমান্টিক নাটকে মেহজাবীন আলাদা পরিচিতি লাভ করেন, তবে ধীরে ধীরে তিনি বৈচিত্র্যময় চরিত্রে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। তিন বছর বা তার বেশি সময় তিনি রোমান্টিক নাটকে ছিলেন না। তখন থেকেই মেহজাবীনের ভক্তরা দাবি তুলেছিলেন, তাকে আবার রোমান্টিক নাটকে দেখতে চান। সেই চাহিদারই পরিপ্রেক্ষিতে ‘বেস্ট ফ্রেন্ড ২.০’ নাটকের ঘোষণা আসে, যেখানে মেহজাবীন চৌধুরী ও ফারহান আহমেদ জোভান একসঙ্গে অভিনয় করছেন।
২০১৮ সালে প্রথম ‘বেস্ট ফ্রেন্ড’ নাটকে কাজ করেন মেহজাবীন এবং সেই নাটকটি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে। এরপর ‘বেস্ট ফ্রেন্ড ২’ ও ‘বেস্ট ফ্রেন্ড ৩’ নির্মাণ করা হয়।
‘বেস্ট ফ্রেন্ড ২.০’-এর গল্পে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের শিক্ষার্থী শুভ্র (জোভান) এবং পুষ্পিতা (মেহজাবীন চৌধুরী) বড় অভিনয়শিল্পী হওয়ার স্বপ্ন দেখেন। তবে স্বপ্নের পিছনে ছুটতে গিয়ে তাদের বন্ধুত্ব কোন পথে চলে যাবে, তা জানতে দর্শকদের দেখতে হবে নাটকটি।
প্রবীর রায় চৌধুরী জানিয়েছেন, ‘বেস্ট ফ্রেন্ড’ সিরিজের জন্য মেহজাবীন ও জোভান জুটিই তার কাছে সবচেয়ে উপযুক্ত, এবং তিনি কখনও তাদের বাইরে কোনো গল্প ভাবতে পারেন না। একই সাথে, দর্শকদের প্রত্যাশাও তিনি বুঝতে পেরেছেন। তিনি বলেন, “গতবারের চেয়ে এবারের ‘বেস্ট ফ্রেন্ড’ নাটকটি আরও বড় এবং গল্পটাও আরও ব্যাপক। এতে বন্ধুত্বের পাশাপাশি পারিবারিক সম্পর্কের বিষয়টিও উঠে আসবে।”