এবার রোজার ঈদে মুক্তির তালিকায় রয়েছে একাধিক সিনেমা, যার মধ্যে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে শাকিব খানের ‘বরবাদ’, সিয়াম আহমেদের ‘জংলি’, এবং আফরান নিশোর ‘দাগি’ নিয়ে। এই তিনটি সিনেমার একটি বিশেষ বিষয় হলো, তিনটি সিনেমাতেই গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম। এসব সিনেমা নিয়ে তিনি বেশ আশাবাদী।
শহীদুজ্জামান সেলিম তার তিনটি সিনেমা নিয়ে বলেন, “তিনটি সিনেমার গল্পই খুব ভালো। ‘বরবাদ’ এর গল্পটা একেবারে পরিচিত, দেখার পর অনেকেই বলবেন, এর আগে এ ধরনের সিনেমা বানানো উচিত ছিল। হয়তো অনেকেই সাহস পাননি। ‘দাগি’ সিনেমাটি প্রেমের গল্পের উপর ভিত্তি করে, যেখানে অনেক ঘাত-প্রতিঘাত এবং নাটকীয়তা রয়েছে। আর ‘জংলি’ এর গল্পটি মানবিক দৃষ্টিকোণ থেকে অনেক গুরুত্বপূর্ণ। সবদিক দিয়ে বিচার করলে, তিনটি সিনেমার মূল শক্তি হলো গল্প।”
একসঙ্গে তিনটি সিনেমা মুক্তি পাওয়ার বিষয় নিয়ে সেলিম বলেন, “যেহেতু তিনটি সিনেমা একসঙ্গে মুক্তি পাচ্ছে, তাই এখন নিজের সঙ্গে নিজের একটি যুদ্ধ চলছে। দুটি সিনেমাতে উকিলের চরিত্রে আমি অভিনয় করছি। চ্যালেঞ্জটা হলো, দুই উকিলকে কীভাবে আলাদা করা যায়। আমি ইচ্ছা করেই এই চ্যালেঞ্জটা গ্রহণ করেছি। চাইলেই একটি সিনেমা বাদ দিয়ে দিতে পারতাম, কিন্তু একজন অভিনেতার দক্ষতা তখনই প্রমাণিত হয় যখন সে দুটি চরিত্রকে আলাদা করতে পারে। তাই আমি দুটি সিনেমায় একই ধরনের চরিত্রে অভিনয় করেছি। এখন দর্শকরা বিচার করবেন, আমি এই চ্যালেঞ্জটি সফলভাবে উতরে যেতে পেরেছি কি না।”
চরিত্র গঠনের এই চ্যালেঞ্জ নেওয়া সত্ত্বেও, সেলিম জানান যে সময়ের কমতির কারণে এই কাজটি আরও কঠিন ছিল। তিনি বলেন, “অন্যান্য ইন্ডাস্ট্রিতে একজন অভিনেতা কমপক্ষে তিন থেকে ছয় মাস একটি সিনেমার জন্য প্রস্তুতি নেন। ওই চরিত্রে প্রবেশ করার চেষ্টা করেন। আমিও করতাম যদি সেই পরিমাণ সময় এবং সুযোগ-সুবিধা থাকত। কিন্তু এখানে সেগুলি নেই। আমাকে অতি অল্প সময়ে নিজেকে প্রস্তুত করতে হয়, অভিনয় করতে হয়, এবং আবার শূন্য থেকে নতুন চরিত্র গঠন করতে হয়। এটি অনেক বড় চ্যালেঞ্জ।”