অভিনেতা জিয়াউল হক পলাশকে নিয়ে ‘খালিদ’ নামের একটি টেলিছবি বানিয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা তানিম রহমান অংশু। যেখানে পলাশকে দেখা যাবে একজন বোহেমিয়ান স্বভাবের বক্সারের চরিত্রে।
নির্মাতা অংশু এবং পলাশ গত ৬ মার্চ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘খালিদ’-এর পোস্টার শেয়ার করেছেন। নির্মাতা অংশু ক্যাপশনে লিখেছেন, ‘আসছে ঈদে’। পোস্টারে পলাশকে ঘাম ঝরানো অবস্থায়, বক্সারের মতো হাত দুটো দিয়ে নতুন একটি লুকের প্রকাশ ঘটিয়েছেন।
অংশুর ভাষ্যমতে, ফিকশনের ক্ষেত্রে ‘খালিদ’ নাটকটি ভিন্ন ধরনের। অংশু জানান, নাটকে নতুন ধারার ফাইট-অ্যাকশন রয়েছে এখানে। হ্যান্ড টু হ্যান্ড, পিঠ ফাইটিং ও বক্সিং ঠিকঠাক ফুটিয়ে তুলতে লম্বা সময় নিয়ে কাজটি করেছেন তারা।
পোস্টার প্রকাশের পরে আজ ২০ মার্চ প্রকাশিত হল ‘খালিদ’ টেলিছবির অফিসিয়াল টিজার। ৫৯ সেকেন্ডের টিজারের প্রথমেই দেখা যায় বক্সিং রিংয়ের ভেতর পলাশ প্রতিপক্ষকে ধরাশায়ী করে ফেলেছে। মুহূর্ত পরেই লুকের পরিবর্তন। এবার কিছুটা গ্যাংস্টার লুকে। পুরো টিজার জুড়েই পলাশকে দেখা যায় বক্সিং প্রতিপক্ষ আর ব্যক্তিগত প্রতিপক্ষের বিরুদ্ধে লড়ে যাচ্ছেন।
টিজারের মাঝখানে এক পলক দেখা যায় অভিনেত্রী সাফা কবিরকে। সাফাকে বলতে শোনা যায়, ‘ওরা অনেক ডেঞ্জারাস মানুষ’। টিজারের শেষলগ্নে পলাশ ও শতাব্দি ওয়াদুদের মধ্যকার এক কথোপকথন গল্পে নতুন মোড় এনে দেয়। যেখানে ওয়াদুদ পলাশকে বলেন, ‘ভিতরে তোমার জন্য ভিআইপি ট্রিট্মেন্টের ব্যবস্থা করছিলাম; জবাবে পলাশ বলেন , নরকের ভিতরে ভিআইপি ট্রিটমেন্ট নরকের মতোই লাগবে।‘
পুরো টিজার জুড়ে রাজ করা খালিদকে জেলখানার প্রস্তাব দেয়া হয়। আর এতেই গল্পের রহস্য আরো আগ্রহদ্দীপক হয়ে উঠে।
‘খালিদ’ নাটকে পলাশ ছাড়াও অভিনয় করেছেন আরফান মৃধা শিবলু, তানিয়া আহমেদ, সাফা কবির, শতাব্দী ওয়াদুদসহ অনেকে। এক বিজ্ঞপ্তিতে অংশু জানিয়েছেন, এই রোজার ঈদে ক্লাভ ইলেভেন এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে টেলিছবিটি।