অভিনেতা তৌসিফ মাহবুব ও অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী বাংলাদেশের জনপ্রিয় জুটি। এবারের ঈদেও দর্শকদের মন জয়ে একসঙ্গে আসছেন তারা।
নাটকটির গল্প রুসু এবং মারজানকে ঘিরে। রুসু একটি বাউণ্ডুলে ছেলে, ভার্সিটিতে পড়লেও সারা দিন বাইকে ঘুরে বেড়ায় এবং বাউণ্ডুলে জীবন কাটায়। অন্যদিকে, মারজান কলেজ শেষ করে ভার্সিটিতে ভর্তি হতে যাচ্ছে। একই ভার্সিটিতে সিনিয়র হিসেবে রয়েছে রুসু।
মারজান যখন ক্যাম্পাসে প্রথম পা দেয়, তখন তার সামনে আসে নতুনদের র্যাগিং! সেদিন রুসু মারজানকে র্যাগ না করে, তাকে বলে দেয় যে কেউ কিছু বললে তাকে ‘আমি রুসুর গার্লফ্রেন্ড’ বলার জন্য। এর মাধ্যমেই শুরু হয় নাটকের মজার এবং ভয়ানক একটি দৃশ্য।
নাটকটি নির্মাণ করেছেন হাসিব হোসাইন রাখি। তিনি জানান, এই গল্প শুধুমাত্র প্রেমের নয়, বন্ধুত্বেরও। প্রেম এবং বন্ধুত্বকে সমান্তরালভাবে তুলে ধরার মাধ্যমে দর্শকদের এক ভিন্ন অভিজ্ঞতা উপহার দেওয়া হবে।
নাটকে একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন নাদের চৌধুরী। প্রযোজক-পরিবেশক এসকে সাহেদ আলী পাপ্পু জানান, এবারের ঈদ উৎসবে সিএমভি অন্তত ২০টি বিশেষ নাটক প্রচারের পরিকল্পনা করেছে। এসব নাটক চাঁদরাত থেকে ধারাবাহিকভাবে প্রকাশ হবে প্রতিষ্ঠানটির অফিশিয়াল ইউটিউব চ্যানেলে।