ঈদে মুক্তি পেয়েছে ঈদিকা পালের বরবাদ, শবনম বুবলীর জংলি, নুসরাত ফারিয়ার জ্বীন ৩, তমা মির্জার দাগি ও রিকিতা নন্দিনী শিমুর চক্কর ৩০২ সিনেমা। এই ৫টি সিনেমায় রয়েছে বেশ কিছু দর্শকনন্দিত গান। চলুন দেখে নেয়া যাক ইউটিউবে কোন গানে কত ভিউ হয়েছে।
২৮ শে মার্চে মুক্তি পেয়েছিলো বরবাদ সিনেমার আইটেম গান চাঁদ মামা। গানটি লিখেছেন প্রীতম হাসান। গানটি গেয়েছেন প্রীতম হাসান ও দোলা রহমান। গিটারে ছিলেন অন্তু দাস। বৃহস্পতিবার ১০ এপ্রিল পর্যন্ত গানটি ১ কোটি ৯ লাখ ৫৯ হাজারের বেশিবার ভিউ হয়েছে। অন্যদিকে নিঃশ্বাস গানটিতে ভিউ হয়েছে ৮.৫ মিলিয়ন। প্রীতম হাসানের ইউটিউব চ্যানেলে দ্বিধা গানটি ১৪ মার্চ প্রকাশিত হয়েছে। মোট ভিউ হয়েছে ৬ কোটি ১ লাখ ৯৪ হাজারেরও বেশি।
টাইগার মিডিয়ায় প্রকাশিত জংলি সিনেমার গান ‘যদি আলো আসতো’ গানটি প্রকাশিত হয়েছে ২ এপ্রিল। গানটির কথা, সুর, সংগীত প্রিন্স মাহমুদের। শিল্পী, হাবিব। মিউজিক প্রোগ্রামিং, মিক্স, মাস্টারিং করেছেন ইমরান মাহমুদুল। ২ লাখ ৪১ হাজারেরও বেশিবার দেখা হয়েছে গানটি।
এছাড়াও কোটির ক্লাবে প্রবেশ করল ‘জ্বীন ৩’ সিনেমার কন্যা গানটি। গত ১৭ মার্চ জাজ মাল্টিমিডিয়ার চ্যানেলে প্রকাশ হয় ‘কন্যা’। বৃহস্পতিবার ১০ এপ্রিল পর্যন্ত গানটির ভিউ ছাড়িয়ে যায় এক কোটি ৫ লাখের ওপরে।
দর্শক-শ্রোতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে নুসরাত ফারিয়া তার ফেসবুক পোস্টে লেখেন, ‘কোটির ঘরে কন্যা। এত এত ভালোবাসা দেওয়ার জন্য আমি সকলের কাছে কৃতজ্ঞ।”‘কন্যা’ গেয়েছেন ইমরান মাহমুদুল ও দিলশাদ নাহার কণা। এ গানের কথা লিখেছেন রবিউল ইসলাম জীবন। সুর ও সংগীত ইমরানের।গানটি প্রকাশিত হওয়ার পর রুনা লায়লাসহ শোবিজের অনেক তারকা প্রশংসা করেছেন।
আফরান নিশোর দাগি সিনেমায় বেশ কয়েকটা গান এসভিএফ চ্যানেলে গান প্রকাশ পেয়েছে। তার মধ্যে অন্যতম গান ‘একটুখানি মন’, নিয়ে যাবে কি’ , তোমার জন্য। একটুখানি মন গানটির গীতিকার লেখক সাদাত হোসেন। সুর করেছেন সাজিদ সরকার। গেয়েছেন তাহসান খান ও মাশা ইসলাম। গানটি প্রকাশিত হয়েছে ২০ মার্চ। ১০ এপ্রিল পর্যন্ত মোট ভিউ হয়েছে প্রায় ৫ লাখ ২৫ হাজার। অন্যদিকে ৫ এপ্রিল মুক্তি পেয়েছে নিয়ে যাবে কি। গানটির গীতিকার বাঁধন। কণ্ঠ ও সুরকার জেফার। সঙ্গীতায়োজন মার্ক ডন। ১০ এপ্রিল পর্যন্ত গানটির মোট ভিউ প্রায় ১ লাখ।
এছাড়া চক্কর সিনেমার গান কাউয়া কমলা খাইতে জানে না গানটি ১৮ মার্চে প্রকাশিত হয়েছে টাইগার মিডিয়ায়। গানটির কথা বাউল রাজ্জাক দেওয়ানের। সুর করেছেন ইমন চৌধুরী। গানটি গেয়েছেন কাজল দেওয়ান। কোরিওগ্রাফার মোফাস্সল আলিফ। নৃত্য দলে ছিলো আলিফিয়া স্কোয়াড। গানটি মোট দেখা হয়েছে ২ লাখ ৮৭ হাজার বারেরও বেশি।