Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
সোমবার, এপ্রিল ২৮, ২০২৫

ইরেশ যাকেরের নামে হত্যা মামলায় শোবিজ অঙ্গনে প্রতিবাদ

গত বছর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন আগস্টের ৫ তারিখ রাজধানীর মিরপুরে মাহফুজ আলম শ্রাবণকে হত্যা করা হয়। সেই হত্যাকান্ডের অভিযোগে অভিনেতা ইরেশ যাকেরসহ ৪০৮ জনকে আসামি করে ‎ গত ২০ এপ্রিল নিহতের ভাই মোস্তাফিজুর রহমান বাপ্পী ঢাকার চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলার আবেদন করেন। ওইদিন আদালত তার জবানবন্দি রেকর্ড করে অভিযোগটি মিরপুর মডেল থানার অফিসার ইনচার্জকে নিয়মিত মামলা হিসেবে নেওয়ার নির্দেশ দেন। রবিবার (২৭ এপ্রিল) আদলত সূত্রে এ খবর জানা যায়।

এদিকে, অভিনেতা ইরেশ যাকেরের বিরুদ্ধে মামলার খবরে ক্ষোভ প্রকাশ করেছেন শোবিজ তারকা ও পরিচালকরা। অনেকেই দাবি তুলেছেন অভিনেতা বৈষম্যবিরোধী আন্দোলনে সম্মুখ যোদ্ধা ছিলেন। এর পরও অভিনেতার বিরুদ্ধে হত্যা মামলায় হওয়ায় হতাশ তারা।

জনপ্রিয় পরিচালক শিহাব শাহীন লিখেছেন, ‘ইরেশ যাকের জুলাই আন্দোলনে সক্রিয় ছিলেন। আর তার বিরুদ্ধে কিনা জুলাই হত্যা মামলা!’

পিতা আলী যাকের ও পুত্র ইরেশ যাকের | ছবি: ফেসবুক

পরিচালক আশফাক নিপুণ গণমাধ্যমের একটা কার্ড শেয়ার করে লিখেছেন, ‘অগাষ্ট মাসের ১ তারিখ ফার্মগেটে আমার সাথে, আমাদের অনেকের সাথে পুরোটা সময় ইরেশ যাকের এবং তার স্ত্রী দাঁড়িয়েছিলেন ‘জুলাই হত্যাকাণ্ডের’ প্রতিবাদে। উনার এবং আমাদের অনেক সহকর্মী একই সময় বিটিভি ভবনে শোক প্রকাশ করতে গেলেও উনি সেখানে যান নাই। উনার প্রতিষ্ঠানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নিয়ে তদন্ত হচ্ছে, হোক কিন্তু উনার বিরুদ্ধে হত্যা মামলা নিতান্তই হাস্যকর। এরকম গায়েবী মামলায় আসামী করতে গিয়ে জুলাই হত্যাকাণ্ডের সত্যিকার আসামীদের পরিত্রাণের পথ যে সুগম করে দেয়ার পায়তাঁরা হচ্ছে। সেই বিষয়ে সাবধান হন সরকার।’

জনপ্রিয় রেডিও জকি ও ইউটিউবার মো. গোলাম কিবরিয়া সরকার (আরজে কিবরিয়া) সোশ্যাল মিডিয়ায় বিস্ময় প্রকাশ করে লিখেছেন, ‘ইরেশ যাকের কে হত্যা মামলার আসামী! মানে এই লিস্ট গুলা বানায় কারা? এরা কি আসলেই চায় জুলাই অপরাধীদের বিচার হোক? কাজে কর্মে তো মনে হয় না।’

অভিনেত্রী বাঁধনও প্রতিবাদ করেছেন। তিনি এক ফেসবুক পোস্টে লিখেছেন, ‘আজ ইরেশকে হেনস্তার শিকার হতে দেখে হৃদয় ভেঙে যাচ্ছে। এটা আমাদের জন্য নতুন কিছু নয়। আমরা আগেও দেখেছি যারা সাহস করে সত্যের পক্ষে দাঁড়িয়েছে, তাদের কী পরিণতি হয়েছে। তবুও যখন আমরা ভেবেছিলাম একটি ভালো, নিরাপদ দেশ গড়ছি, তখন এই দৃশ্য এখনও গভীরভাবে কষ্টদায়ক ও হতাশাজনক।’

এ হত্যা মামলায় ৪০৮ জনের মধ্যে অভিনেতা ইরেশ যাকের ১৫৭ নম্বর এজাহারনামীয় আসামি।

Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

‘তাণ্ডব’ সিনেমায় শাকিব খানের নায়িকা সাবিলা নূর  

গেল ঈদে মুক্তি পেয়েছে শাকিব খানের বরবাদ। এবার আসন্ন ঈদুল আজহায় মুক্তির লক্ষ্যে নির্মিত হচ্ছে বিগ বাজেট সিনেমা…

প্রথম প্রযোজনায় পুরুষতন্ত্রের বিরুদ্ধে সিনেমা বানালেন সামান্থা

বছর দুয়েক আগে প্রযোজনা প্রতিষ্ঠান চালু করেছিলেন সামান্থা রুথ প্রভু। ট্রালালা মুভিং পিকচার্স নামের এ প্রতিষ্ঠান…

প্রেমিকা গৌরিকে নিয়ে ‘প্রাক্তনের’ বাড়িতে আমির খান

প্রথম স্ত্রী রীনা দত্তের সঙ্গে অনেক বছর আগেই বিচ্ছেদ হয়ে গেছে আমির খানের। বিচ্ছেদের পরও তাদের মধ্যে বন্ধুত্ব…

১৫ দিন নিজের মূত্র পান করেছিলেন পরেশ রাওয়াল

রোমহর্ষক তথ্য প্রকাশ করলেন বলিউডের শক্তিমান কৌতুক অভিনেতা পরেশ রাওয়াল। তিনি ১৫ দিন নিজের মূত্র পান করেছেন বলে…
Exit mobile version