ইরানের ঐতিহ্যবাহী ফজর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘ফাতিমা’ সিনেমার জন্য সেরা অভিনেত্রীর খেতাব জিতলেন অভিনেত্রী তাসনিয়া ফারিণ।
১১ ফেব্রুয়ারি ‘ফাতিমা’ চলচ্চিত্রে অনবদ্য অভিনয়ের স্বীকৃতিস্বরূপ ফজর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ক্রিস্টাল সিমোর্গ অ্যাওয়ার্ড পেয়েছেন ফারিণ। তার পক্ষ থেকে মঞ্চে পুরস্কারটি গ্রহণ করেছেন সিনেমাটির নির্মাতা ধ্রুব হাসান।
নিজের সোশ্যাল হ্যান্ডেলে ফারিণ লেখেন, ‘আমার ফিল্ম ‘ফাতিমা’র জন্য ইস্টার্ন ভিস্তা বিভাগে আমাকে ক্রিস্টাল সিমোর্গ পুরস্কার দিয়ে সম্মানিত করার জন্য ৪২তম ফজর চলচ্চিত্র উৎসবকে ধন্যবাদ। নিজের হাতে পুরস্কার পাওয়ার জন্য আরও একদিন থাকতে পারলাম না, কিন্তু পরিচালক ধ্রুব হাসান ভাইয়া আমার পক্ষ থেকে পুরস্কারটি নিয়েছেন এর চেয়ে আনন্দঘন মুহূর্ত হয় না। আমার কাজকে ভালোবাসার জন্য জুরিকে ধন্যবাদ এবং তেহরানে আমি যে উষ্ণ অভ্যর্থনা পেয়েছি তার জন্য আপনাদের ধন্যবাদ। এটি সত্যিই একটি স্বপ্নের মুহূর্ত ছিল।’
৮ ফেব্রুয়ারি ফজর উৎসবের ইস্টার্ন ভিস্তা বিভাগে প্রদর্শিত হয় ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় একজন নারীর চ্যালেঞ্জকে ঘিরে নির্মিত ছবি ‘ফাতিমা’। যেখানে প্রতিযোগিতা করা এশিয়ান-ইসলামিক দেশের চলচ্চিত্রগুলোর মধ্যে সেরা হয়েছে ফারিণ অভিনীত ‘ফাতিমা’ ।