আগামী ৫ জানুয়ারি আসছে আসিফ আকবর ও ইমরান মাহমুদুলের নতুন গান ‘মন জানে’। এই গানে সংগীতশিল্পী ইমরানের সুরে গাইবেন গায়ক আসিফ আকবর।
স্নেহাশীষ ঘোষের কথায় ‘মন জানে’ গানের মিউজিক ভিডিও নির্মাণ করেছেন সৈকত রেজা। পাশাপাশি ভিডিওতে চমক হিসেবে উপস্থিত থাকতে যাচ্ছেন আসিফ-ইমরান দুজনেই। বিষয়টি নিয়ে আসিফ আকবর বলেন, ‘ইমরান মাহমুদুল এ প্রজন্মের সবচেয়ে জনপ্রিয় শিল্পী-কম্পোজার। বাস্তববাদী পেশাদার মানসিকতা ধারণ করে সে। ‘মন জানে’ শিরোনামে আমরা একসঙ্গে যে কাজটি করলাম, আশা করি তা শ্রোতাদের হৃদয় ছুঁয়ে যাবে।’
আরেকদিকে সংগীতশিল্পী ইমরান বলেছেন, ‘ছোটবেলা থেকে আসিফ ভাইয়ের গান শুনে বড় হয়েছি। আমাদের কাছে তখন গান মানেই ছিল আসিফ ভাই। আসিফ ভাইয়ের জন্য গান করতে গেলেই মনের ভেতর অন্যরকম এক অনুভূতি কাজ করে। আমাদের এই কাজটি শ্রোতাদের ভালো লাগবে আমার বিশ্বাস।’
উল্লেখ্য, বাংলাদেশের সংগীত জগতের দুই প্রজন্মের দুই তারকা এক গানে দারুণ কিছু শ্রোতা-ভক্তদের উপহার দিতে যাচ্ছেন বলে আশাবাদী নেটিজেনরা। ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস) তাদের ইউটিউব চ্যানেলে প্রকাশ করতে যাচ্ছেন ‘মন জানে’।