ভারতের জনপ্রিয় রিয়্যালিটি শো ‘ইন্ডিয়ান আইডল’র নতুন সিজন শুরুর আগে বর্তমানে চলছে বাছাই পর্বের অডিশন। সেখানে প্রথম বাংলাদেশি শিল্পী হিসেবে অংশ নিয়েছেন ঢাকার জাহিদ অন্তু।
গণমাধ্যমকে জাহিদ তার নতুন পথচলা নিয়ে জানিয়েছেন, ‘মূলত ‘ইন্ডিয়ান আইডল’-এ অংশ নেওয়ার উদ্দেশে কলকাতা যাননি, গিয়েছিলাম নিজের ব্যক্তিগত কাজে। আর আমি জানতাম ইন্ডিয়ার বাইরে থেকে কেউ অংশ নিতে পারে না। কিন্তু এই প্রতিযোগিতার একজন বলেছিল, ‘আসো, চেষ্টা করে দেখ।‘গিয়ে পাসপোর্ট দেখিয়ে যাবতীয় নিয়মকানুন মেনে অডিশন দিই।’
জাহিদ অন্তু আরও যোগ করেন, ‘প্রথমে যখন ফরম পূরণ করতে যাই তখন ভয় পেয়েছি। কারণ আমরা একসঙ্গে সবাই বসে গ্রুমিং করছিলাম, সবাই এত ভালো গায়, ভাবছিলাম যে অনেক কঠিন হবে।’
জাহিদ একজন বাংলাদেশি জানতে পেরে বিচারক আসরে থাকা ভারতীয় শিল্পীরা তার সাথে বাংলায় কথা বলেছেন জানিয়ে জাহিদ বলেন, ‘সেকেন্ড যে রাউন্ড হলো, এটাতে পাঁচজন বিচারক ছিলেন। যথারীতি আমি গান গাওয়া শুরু করেছি, গান গাওয়ার পরে সিভি পড়ে বললেন, ‘তুম বাংলাদেশ হু?’ বললাম, ‘হা’। আরও বললেন, ‘শুনকে নেহি লাগাকি তুম বাংলাদেশ হু!’ (গান শুনে বোঝা যায়নি তুমি বাংলাদেশি!) এরপর জিজ্ঞেস করেছেন আমাদের দেশের অবস্থা কী? যখন শুনেছেন আমি বাংলাদেশি, তখন আমার সঙ্গে বাংলায় কথা বলেছেন। জানতে চাইলেন এখন সব ঠিকঠাক আছে তো? বললাম, ‘হ্যাঁ’। বললেন, ‘ তোমাদের আন্দোলন তো শুরু হয়েছিল মনে হয় একটা ক্যাম্পাস থেকে, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে…।‘ বললাম যে, ‘জ্বি স্যার, আমি ওখানকারই ছাত্র।‘ বললেন, ‘এখন সব ঠিক হয়ে যাবে তো?’ বললাম, ‘হ্যাঁ, ইনশাল্লাহ। এখন ছাত্রদের হাতেই সবকিছু আছে, সব ঠিক হয়ে যাবে।’
প্রসঙ্গত, সোশ্যাল মিডিয়ায় ভিন্ন শিল্পীর জনপ্রিয় গানগুলো গিটারের তালে তালে ‘কাভার’ করে বেশ পরিচিতি জাহিদ অন্তু। পাশাপাশি দেশের একটি বেসরকারিচ টিভি চ্যানেল আয়োজিত রিয়্যালিটি শো ‘ইয়াংস্টার সিজন ২’-এর চ্যাম্পিয়ন হয়েছিলেন তিনি।