ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউবে ভিডিও আপলোডের মাধ্যমে লাখ লাখ অর্থ আয় করার খবর হরহামেশাই শোনা যায়। এবার মিললো নতুন খবর। ভারতীয় এক নারী ইউটিউবে নিজের চ্যানেল খুলে লাভের বদলে উল্টো ৮ লাখ টাকার ক্ষতির মুখে পড়েছেন।
ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমসের খবরে, অন্যান্য ইউটিউবারদের আয়ের কথা শুনে তিন বছর আগে চ্যানেল খুলেছিলেন নলিনী উনাগর। ‘নলিনীর কিচেন রেসিপি’ ছিল সেই চ্যানেলের নাম। এর জন্য ৮ লাখ টাকা বিনিয়োগ করেছিলেন তিনি। তিন বছরে আট লাখ টাকা বিনিয়োগ করে বিনিময়ে কিছুই পাননি নলিনী। ফলে সম্প্রতি এক ঘোষণায় নলিনী তার ইউটিউব চ্যানেল ছেড়ে দেয়ার কথা বলেন। এ জন্য স্টুডিওর সরঞ্জাম এবং রান্না ঘরের সেটআট বিক্রির জন্য সোশ্যাল মিডিয়া এক্স হ্যান্ডেলে একটি বিজ্ঞাপনও দিয়েছেন। সেখানে তিনি লিখেছেন, আমি আমার ইউটিউব ক্যারিয়ারে সম্পূর্ণ ব্যর্থ। এ জন্য আমার রান্নাঘরের সব আনুষাঙ্গিক ও স্টুডিওর সরঞ্জাম বিক্রির সিদ্ধান্ত নিয়েছি। কেউ যদি কেনার জন্য আগ্রহী হয়ে থাকেন তাহলে জানাবেন আমাকে।
ইউটিউব ক্যারিয়ারে ব্যর্থ হওয়ার পর প্ল্যাটফর্মটির ওপর বেশ চটেছেন নলিনী। প্ল্যাটফর্মটির অ্যালগরিদম নিয়েও ক্ষোভ তার। প্ল্যাটফর্মটি কিছু কিছু বিষয় ও চ্যানেল নিয়ে বেশ পক্ষপাত দুষ্ট বলে জানিয়েছেন নলিনী। তিনি বলেন, আমি যে চ্যানেলটি চালিয়েছি সেখানে তিন বছরে মাত্র ২ হাজার ৪৫০ জন সাবস্ক্রাইবার সংগ্রহ করতে পেরেছি।
যদিও পোস্টের কমেন্ট বক্সে অনেকেই নলিনীকে হাল না ছাড়তেও বলেছেন। কেউ কেউ আবার নলিনীর অভিযোগের সাথে সহমত প্রকাশ করে নতুন উদ্যমে কাজ শুরু করার পরামর্শ দিয়েছেন।
উল্লেখ্য, এরই মধ্যে নিজের চ্যানেলের সকল ভিডিও ডিলিট করে দিয়েছেন।