‘মিস্টার এন্ড মিস গ্ল্যামার লুকস-২০২৪’ রিয়্যালিটি শোয়ের গ্র্যান্ড ফিনালেতে বিচারক হয়ে ইংরেজী বলে সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়েছেন ঢালিউড অভিনেত্রী অপু বিশ্বাস। এবার সেই প্রসঙ্গে গণমাধ্যমের সাথে কথা বলেছেন তিনি।
৩০ ডিসেম্বর গণমাধ্যমের সাথে সাক্ষাৎকারে ইংরেজিতে কথা বলা নিয়ে সরল স্বীকারোক্তি দিয়ে অপু বিশ্বাস বলেন, ‘আমি ওই অনুষ্ঠানে অতিথি বিচারক হয়ে হাজির হয়েছিলাম। প্রতিযোগীরা কিন্তু এরইমধ্যে ফাইনালে উঠে এসেছে। তারা খুবই মেধাবী। আমার কাছে যা মনে হয়েছিল, একটা পারফর্ম করুক। কেননা, মিডিয়া ইন্ডাস্ট্রি আমাদের চলচ্চিত্র ঘিরে।’
তিনি আরও বলেন, ‘আমি চেয়েছিলাম সে পারফর্ম করুক অথবা কিছু একটা করুক। তো সে অনেক ভালো ইংরেজি বলছিল, যা খুবই ভালো লেগেছে। আমার কাছে যেটা মনে হয়েছিল, বেলা শেষে আমাদের তো বাংলা ভাষাতেই অভিনয় করতে হয়। আমাদের একজন টিভি অভিনেত্রী আছেন, যিনি বাংলা পারতেন না। যিনি পরিচিত মুখ। অথচ সে কিন্তু তার কাজের জায়গা থেকে বাংলা রপ্ত করে ফেলেছে। কারণ এটা ছাড়া উপায় নেই। আমি বাঙালি। আমি বাংলা চলচ্চিত্রের মানুষ। যা আমি গর্বের সঙ্গে বলি।’
সবশেষে চিত্রনায়িকা বলেন, ‘তাদের (প্রতিযোগী) একটা লং জার্নি ছিল। আসলে তাকে বোঝানো উচিত ছিল, আমাদের বাংলা ইন্ডাস্ট্রি, আমরা বাংলা প্রেজেন্ট করি। আপনারা জানেন, স্পেন বা চায়নায় গেলে তাদের ভাষায় কথা বলতে হয়। তারা ইংরেজি বুঝেন না। এই যে নিজের ভাষায় কথা বলা বা সবার সামনে তুলে ধরার বিষয়। আর আমাদের বাংলা তো অসম্ভব সুন্দর ভাষা। এর মধ্যে যে কী একটা ভালোবাসা, আমার কাছে মনে হয়েছে এটা গ্রুমেরই একটা অংশ হওয়া উচিত ছিল। যিনি প্রতিযোগী ছিলেন, তিনি অনেক স্মার্ট ছিলেন। সেই জায়গা থেকে মনে হয়েছে তার বাংলাটাও গ্রুমিংয়ের একটা অংশ ছিল।’
উল্লেখ্য, ২৭ ডিসেম্বর অনুষ্ঠিত হয়ে যাওয়া রিয়্যালিটি শো মুমতাজ মেহেদি ‘মিস্টার এন্ড মিস গ্ল্যামার লুকস-২০২৪’ এর গ্র্যান্ড ফিনালেতে প্রতিযোগীদের প্রশ্ন করার সময় ইংরেজি ভাষা ব্যবহার করেন অপে বিশ্বাস। আর সেই মুহুর্তের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। কারণ অভিনেত্রীর করা প্রশ্নতে ইংরেজী বলার ধরণ ঠিক না হওয়ার বিষয়টি নিয়েই মূলত ভাইরাল হয়েছিলেন ঢালিউড মেগাস্টারের প্রাক্তন স্ত্রী।