দেশের যেকোনো ইস্যুতে সরব উপস্থিতি থাকে সংগীতশিল্পী আসিফ আকবরের। বন্যার কারণে দেশ যখন বিপর্যস্ত, তখনও তিনি বসে থাকেননি। বন্যা পরিস্থিতি মোকাবিলায় সাধ্যানুযায়ী চেষ্টা করে যাচ্ছেন। এবার আরও এক নতুন উদ্যোগ নিলেন বাংলা গানের এ যুবরাজ।
সম্প্রতি আসিফ ঘোষণা দিয়েছেন ‘আসিফ আকবর ফাউন্ডেশন’ নামে একটি ফাউন্ডেশন গড়ে তোলার। ফেসবুক লাইভে এসে নতুন এই উদ্যোগের ঘোষণা দেন তিনি।
আসিফ বলেন, ‘দেশের ৬৪ জেলায় আমার ফ্যান ক্লাব রয়েছে। প্রতি ক্লাব থেকে ১১ জনের একটা টিম গঠন করবো, যারা জেলায় জেলায় এ ধরনের দুর্যোগে মানুষের পাশে দাঁড়াবেন। সব জেলার দুর্যোগ ব্যবস্থাপনা মনিটরিং করব নিজেই। দেশের বাইরেও আমার ভক্তকুল রয়েছে। তহবিল গঠনে তারাও এগিয়ে আসবে।’
গায়ক তার ভেরিফাইড ফেসবুক হ্যান্ডেলে আর্থিক সহায়তা করতে কয়েকটি মোবাইল নম্বর ও ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দিয়েছেন।
আসিফ মনে করেন, এবার দেশের বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। তাই এখন আর ঘরে বসে থাকার সময় নেই। এমন অবস্থায় সবারই এগিয়ে আসা উচিত। বাংলাদেশের মানুষ সেটা করছেনও। বৃদ্ধ থেকে শিশু, সবাই বন্যার্তদের সহযোগিতায় এগিয়ে আসছেন।