২৪ শে’র জুলাই গণ অভ্যুত্থানে ‘আওয়াজ উডা’ গানের মাধ্যমে আলোচনায় আসেন র্যাপার হান্নান ওরফে হান্নান হোসাইন শিমুল। এবার নিজের প্রথম একক অ্যালবাম নিয়ে আসছেন তরুণ এই গায়ক।
এর আগে একাধিক মিক্সড অ্যালবামে গান করলেও এবার প্রথম একক অ্যালবাম নিয়ে আসছেন জনপ্রিয় এ র্যাপার। সম্প্রতি গণমাধ্যমের সাথে সাক্ষাৎকারে হান্নান জানিয়েছেন, ‘অ্যালবামের জন্য ৯টি গান প্রস্তুত করেছি। কয়েকটি গানের রেকর্ডিংও শেষ। তবে নতুন এই অ্যালবামের নাম ঠিক করিনি।’
২০২৫ সালের সপ্তম শ্রেণীর ‘ইংলিশ ফর টুডে’ বইয়ে হান্নান ও আরেক র্যাপার সেজানের নাম এসেছে। বিষয়টি নিয়ে তরুণ এই র্যাপার জানিয়েছেন, ‘খুবই ভালো লাগার একটি মুহূর্ত। আমরা আগের বইয়ে অনেককে নিয়ে জানতে পেরেছি। পরের প্রজন্ম আমাদের নিয়ে পড়াশোনা করবে, এটা আমাদের জন্য গর্বের মুহূর্ত।’
প্রসঙ্গত, গেল বছরের ১৮ জুলাই ‘আওয়াজ উডা’ গানটি প্রকাশ করেন নারায়ণগঞ্জের ছেলে হান্নান হোসাইন শিমুল। স্বৈরাচারী হাসিনা সরকার উৎখাতে ছাত্র-জনতার উত্তাল আন্দোলনের দিনগুলোতে দেশের মূলধারার বেশিরভাগ সংগীতশিল্পী যখন মুখে প্রায় কুলুপ এঁটে ছিলেন, ঠিক তখনই শিক্ষার্থীদের কণ্ঠে আগুন ঢেলে দিয়েছিলেন তিনি। তার ‘আওয়াজ উডা’ গানের জন্য জেলেও গিয়েছিলেন তরুণ এই র্যাপার।