অবশেষে আসছে জনপ্রিয় অ্যানিমেটেড সিনেমা ফ্রোজেনের তৃতীয় কিস্তি। ২০২৭ সালে বিশ্বব্যাপী মুক্তি পাবে ‘ফ্রোজেন থ্রি’।
মার্কিন গণমাধ্যম ভ্যারাইটির খবরে, ফ্রোজেন থ্রি মুক্তির তারিখ চূড়ান্ত হয়েছে। ২০২৭ সালের থ্যাঙ্কসগিভিং দিবসে মুক্তি পাবে সিনেমাটি।
এ সিনেমার গুরুত্বপূর্ণ চরিত্র হলো অ্যানা, এলসা, ওলাফ। এ চরিত্রগুলোর পরবর্তী গল্প জানতে এখনও মুখিয়ে রয়েছেন দর্শকরা। এ প্রসঙ্গে ডিজনির সিইও বব আইগার জানিয়েছেন, ‘ফ্রোজেন থ্রি’র গল্পটি দুই পর্বের হবে, যা থ্রি-তে শুরু হয়ে ফ্রোজেন ফোরে শেষ হবে।’
সিনেমাটির গান প্রসঙ্গে বব যোগ করেন, ‘ফ্রোজেনের দুটি পর্বেই গান জনপ্রিয় হয়েছে। এখনও শ্রোতাদের মুখে মুখে ‘লেট ইট গো’ ও ‘ডু ইউ ওয়ান্ট টু বিল্ড আ স্নোম্যান’ গান। তাই থ্রি এবং ফোর দুটো সিক্যুয়ালেই গানের ক্ষেত্রে দর্শকদের জন্য থাকছে নতুন চমক।’
ডিজনির অ্যানিমেশন সিনেমা ‘ফ্রোজেন’ সর্বপ্রথম মুক্তি পায় ২০১৩ সালে। এর ব্যাপক সাফল্যের ধারাবাহিকতায় ছয় বছর পর ২০১৯ সালে মুক্তি দেয়া হয় ‘ফ্রোজেন ২’, যা বিশ্বজুড়ে বক্স অফিস থেকে ১৪০ কোটি ডলার আয় করে। জানা গেছে, ফ্রোজেন ও ফ্রোজেন টুর মতোই থ্যাঙ্কসগিভিং দিবসে মুক্তির সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে ফ্রোজেন থ্রির। এ হিসেবে ফ্রোজেন টুর দীর্ঘ আট বছর পর আসছে ফ্রোজেন থ্রি।