প্রবাসী শ্রমিকদের জীবন ও সংগ্রাম নিয়ে ধারাবাহিক নাটক নির্মাণ করছেন এক সময়ের জনপ্রিয় অভিনেতা মীর সাব্বির। নাটকের নাম “রেমিট্যান্স যোদ্ধা’।
দেশে শুটিংয়ের পাশাপাশি নাটকটির শুটিং হচ্ছে বিদেশেও। এ নিয়ে মীর সাব্বির বলেন, ‘আমার নিজের ডিরেকশনে একটি সিরিয়ালের কাজ করব। সেটার প্রস্তুতি চলছে। নাটকের নাম “রেমিট্যান্স যোদ্ধা’।
‘রেমিট্যান্স যোদ্ধা’ নাটকটির স্ক্রিপ্ট লিখেছেন শাহাবুদ্দিন আহমেদ।
নাটকটি নিয়ে মীর সাব্বির বলেন,‘আমার ধারণা, ধারাবাহিক নাটকটি সবারই অনেক ভালো লাগবে।‘
মীর সাব্বির অভিনেতা হলেও পরিচালনার দিকেও তাঁর আছে আগ্রহ। ২০২১ সালে তাঁর পরিচালিত প্রথম সিনেমা মুক্তি পায় ডিজিটাল মাধ্যমে। সিনেমাটির নাম ‘রাত জাগা ফুল’।
সিনেমাটিতে অভিনয় করে সেরা অভিনেতা হিসেবে জাতীয় পুরস্কারও পান মীর সাব্বির। শোনা যাচ্ছে, এবার তিনি নির্মান করতে যাচ্ছে তাঁর দ্বিতীয় সিনেমা। তবে তাঁর আগে শেষ করতে চান প্রবাসীদের নিয়ে ধারাবাহিক নাটকটি।