নোয়াখালীর বিভিন্ন অঞ্চলের কৃষ্টি-কালচার ও প্রথা নিয়ে নির্মিত হচ্ছে ধারাবাহিক নাটক ‘নোয়াখালী এক্সপ্রেস’। এতে অভিনয় করছেন একঝাঁক তরুণ অভিনয়শিল্পী। ধারাবাহিক নাটকটি নির্মাণ করছেন ‘নুরুল হুদা একদা ভালোবেসেছিল’, ‘অতঃপর নুরুল হুদা’ এবং ‘আমাদের নুরুল হুদা’ নামের সুপারহিট সিক্যুয়েল সিরিজ নির্মাতা অরণ্য আনোয়ার।
নির্মাতা অরণ্য আনোয়ার অসংখ্য নাটক ও সিরিজ নির্মান করেছেন। এরপর নামেন সিনেমা নির্মানে। দেশের আলোচিত চিত্রনায়িকা পরিমনিকে নিয়ে নির্মান করেন সিনেমা ‘মা’। যেটি নিয়ে নির্মাতা গিয়েছিলেন ফ্রান্সের কান চলচ্চিত্র উৎসবের বাণিজ্যিক শাখা পর্যন্ত। সিনেমার সেই লম্বা জার্নি শেষে এবার অরণ্য আনোয়ার আসছেন এই দীর্ঘ ধারাবাহিক নিয়ে।
‘নোয়াখালী এক্সপ্রেস’ নামের এই সিরিজে জুটি বেঁধে অভিনয় করছেন এ সময়ের তরুণ অভিনয়শিল্পী রেজা সিকদার ও সুমাইয়া অর্পা। অভিনেতা রেজা সিকদার ‘ইচ্ছেঘুড়ি’, ‘ছবির প্রতিচ্ছবি’, ‘গোল্ড ফিশ’ নামের বেশকিছু নাটকে অভিনয় করেছেন। আলী জুলফিকার জাহেদী পরিচালিত ‘কাগজ’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রেও নাম লেখান তিনি।
২০২২ সালে মুহাম্মদ মিফতা আনান পরিচালিত ‘ঢাকাইয়া ওয়েডিং’ নাটকে সাফা কবিরের বোনের চরিত্রে অভিনয় করে শোবিজে আসেন সুমাইয়া অর্পা। তারপর গীতালি হাসান পরিচালিত সরকারি অনুদানপ্রাপ্ত সিনেমা ‘আজিরন’-এ অভিনয় করে সিনেমায়ও নাম লিখিয়েছেন এই অভিনেত্রী।
জানা গেছে, সব ঠিক থাকলে অক্টোবর থেকে ধারাবাহিকটি গ্লোবাল টেলিভিশনে প্রচার শুরু হবে।